আজ শুক্রবার, ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

নরসিংদীর শীর্ষ সন্ত্রাসী কাঁটা শাহিন গ্রেপ্তার

সংবাদচর্চা রিপোর্ট: নরসিংদী মডেল থানাধীন বানিয়াছল খালপাড় এলাকায় আমির হোসেন হত্যা মামলার আসামী শীর্ষ সন্ত্রাসী শাহিন মোল্লা @ পেট কাঁটা শাহিন @ কবিরকে আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। রবিবার (৩০ আগস্ট) ভোর সাড়ে ৫ টায় বানিয়াছল খালপাড় এলাকায় নিহত হয় আমির হোসেন(৪২)। সে ঘোড়াদিয়া এলাকার মৃত-ফয়েজ উদ্দিনের ছেলে। নিহতের আত্মীয়-স্বজনের তথ্য মতে জানা যায় শাহিন নামে একজন মোবাইল ফোনে ডেকে নিয়ে আমির হোসেনকে গুলি করে।উক্ত তথ্যের ভিত্তিতে এসআই সৈয়দ রুহুল আমিন, এসআই তাপস কান্তি রায়, জেলা গোয়েন্দা শাখা নরসিংদীর দুটো টিম তদন্তে নামে এবং ঘটনায় জড়িত শীর্ষ সন্ত্রাসী আসামী (১)শাহিন মোল্লা @ পেট কাঁটা শাহিন @ কবির(৩৭) কে রায়পুরা থানাধীন রাজনগর গ্রাম থেকে দুপুরে আটক করা হয়। সে রাজনগর এলাকার খোরশেদ মোল্লার ছেলে । আসামী শাহিনের বিরুদ্ধে খুন, ডাকাতি অস্ত্রসহ মোট ৬ টা মামলা আছে ।গ্রেফতারকৃত আসামী শাহিন মোল্লা ও আমির হোসেন একই ডাকাত দলের সদস্য। তাদের মধ্যে ডাকাতির টাকা ভাগ বাটোয়ারা নিয়ে রবিবার ভোরে তাকে হত্যা করা হয় ।তারা দীর্ঘদিন যাবত দলগতভাবে ডাকাতি করে আসছিল।আমির হোসেন হত্যাকান্ডে নরসিংদী মডেল থানার মামলা নং-৭০, তাং-৩০/০৮/২০২০খ্রিঃ। ধারা-৩০২পেনাল কোড রুজু হয়েছে। মামলাটি এসআই সৈয়দ রুহুল আমিন তদন্ত করছেন। অবৈধ অস্ত্র উদ্ধার সংক্রান্তে আইনগত ব্যবস্থা গ্রহন প্রক্রিয়াধীন আছে। তাঁর কাছ থেকে উদ্ধার করা হয়েছে একটি সচল পিস্তল। যা লম্বা ৭.৬ ইঞ্চি, একটি ম্যাগজিন।

স্পন্সরেড আর্টিকেলঃ