অনলাইন ডেস্ক ঃ রবিউল আউয়াল উপলক্ষ্যে নারায়ণগঞ্জ দারুল হাদীস হুসাইনিয়া দরবার শরীফের উদ্যোগে এক ইসলামিক জলসার আয়োজন করা হয়েছে। নবীর আশেকান ও তার প্রেমে পাগলদের জন্য আয়োজন করা হয়েছে ইসলামিক কনসার্ট ও জলশা। ২০ এ রবিউল আউয়াল ১০ ডিসেম্বর বাদ আছর শুরু হবে আনুষ্ঠানিকতা। বাদ আছর কুরআন তেলোয়তের মাধ্যমে শুরু হয়ে পর্যায় ক্রমে ইসলামিক কনছার্ট , নবী করিম (সঃ) জীবনির আলোচনা, জিকির/ কিয়ামের পর দোয়া-মোনাজাত করা হবে এবং পরিশেষে সকলের জন্য বিশেষ নেওয়াজ বিতরন করা হবে। দারুল হাদীস হুসাইনিয়া দরবার শরীফের প্রতিষ্ঠাতা আলহাজ মোঃ সোহাগ তার নিজ উদ্যোগে আয়োজন করছেন ইসলামিক কনছার্ট , মাহফিল ও নেওয়াজ বিতরন অনুষ্ঠানের। প্রতি সপ্তাহের বৃহস্পতিবার বাদ এশা ফাতেহা পাঠ ও জিকিরের আয়োজন হয়ে থাকে এ খানকা শরিফে।
রবিউল আউয়াল উপলক্ষ্যে ইসলামিক জলশা ও মাহফিলের প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে আলোচনা করবেন আলহাজ হাফেজ মোঃ মরিুজ্জামান ওয়াল ক্দরি(মোহাদ্দ্ছে জামেয়া কাদেরিয়া তৈয়বিয়া মাদ্রাসা। অতিথী হিসেবে উপস্থিত থাকবেন মোঃ মাজহারুল ইসলাম আল-কাদরি উয়াল চীশতি(পীর সাহেব চীশতি আলিয়া পাক দরবার শরীফ। মাহফিলের সভাপতিত্ত করবেন আলহাজ মোঃ সোহাগ সাহেব।