আজ বুধবার, ১৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

নবকিশালয় হাইস্কুল এন্ড গার্লস কলেজ এমপিওভুক্ত


সংবাদচর্চা রিপোর্ট:
বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীকের প্রচেষ্টায় রূপগঞ্জের চনপাড়া এলাকায় অবস্থিত নবকিশালয় হাইস্কুল এন্ড গার্লস কলেজ কে এমপিওভুক্ত করেছে সরকার। বুধবার (১৭ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এমপিওভুক্তির আলাদা পাঁচটি আদেশ জারি করে।
আদেশে উল্লেখ করা হয়, নবকিশালয় হাইস্কুল এন্ড কলেজ এর শিক্ষক কর্মচারীদের বেতন-ভাতার একটি অংশ সরকার দিতে সম্মত হয়েছে। এই তালিকায় ৯১ টি শিক্ষা প্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) নাম রয়েছে।
এমপিওভুক্তির শর্তে বলা হয়, শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা ও শ্ঙ্খৃলা সংক্রান্ত বিষয় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০২১ অনুযায়ী কার্যকর হবে। তবে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের যোগ্যতা ও অভিজ্ঞতা নিয়োগকালীন বিধিবিধান ও সংশ্লিষ্ট পরিপত্র মোতাবেক প্রযোজ্য হবে।
প্রসঙ্গত রূপগঞ্জের মধ্যে সবচেয়ে ঘনবসতি এলাকা চনপাড়া। এখানে শিক্ষার অনেক বেশি। স্কুলটি এমপিওভুক্ত হওয়ায় চনপাড়ার মানুষ গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীককে অভিনন্দন জানিয়েছে। চনপাড়া আওয়ামী লীগের ভোট ব্যাংক হিসেবে পরিচিত।