আজ বুধবার, ৪ঠা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

নদী বাঁচাতে হলে ১৬ কোটি বাঙালি ঐক্যবদ্ধ হতে হবে: এমপি গাজী

নদী বাঁচাতে হলে

নদী বাঁচাতে হলে

সংবাদচর্চা রিপোর্ট:

রূপগঞ্জ উপজেলার তারাব পৌর এলাকার হাজী আয়েত আলী উচ্চ বিদ্যালয় মাঠে “নদী বাঁচাও শীর্ষক” আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার ১৮ আগস্ট বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলন নারায়ণগঞ্জ জেলা শাখার আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ ১ আসনের সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক।

প্রধান অতিথির বক্তৃতায় গোলাম দস্তগীর গাজী বলেন, বাংলাদেশের নদীকে বাচাঁতে হলে ১৬ কোটি বাঙালিকে ঐক্যবদ্ধ হতে হবে। কোন ব্যক্তির একক প্রচেষ্টায় বাংলাদেশের নদী দূষণ মুক্ত করা সম্ভব নয়।

তিনি নৌ পরিবহণ মন্ত্রণালয়ের উদ্দেশ্যে বলেন, নৌ পরিবহণ মন্ত্রণালয় সময় মত নদী ড্রেজিং করছে না বলে আজ বাংলাদেশের কালের গর্বে হারিয়ে যাচ্ছে। যত দ্রুত সম্ভব নৌ পরিবহণ মন্ত্রণালয়কে নদী ড্রেজিং এর ব্যবস্থা করতে হবে।

গোলাম দস্তগীর গাজী শিল্প মন্ত্রণালয়ের উদ্দেশ্যে বলেন, যে সকল কল কারখার বজ্য নিদিষ্ট স্থানে না ফেল সরাসরি নদীতে ফেলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে।

বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলনের সভাপতি অধ্যাপক মোঃ আনোয়ার সাদত এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলনের সহ সভাপতি মহসীন মন্ডল, জাতীয় নদী রক্ষা কমিশনের সচিব আলাউদ্দিন,এড. আনোয়ার হোসেন, কবি জামান ভূইয়া, হাজী আয়েত আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হোসনে আরা পারভীন প্রমুখ।

স্পন্সরেড আর্টিকেলঃ