নিজস্ব প্রতিবেদক
নারায়ণগঞ্জের বিভিন্ন বিনোদন কেন্দ্রগুলো করোনা ভাইরাস সংক্রামণের কারণে বন্ধ থাকায় ঈদে মানুষ নদীর তীর ও বিভিন্ন সেতুগুলোতে ভিড় করছেন।
ঈদের দিন বিকেলের পর থেকে শহরের শীতলক্ষ্যা নদী তীরবর্তী ওয়াকওয়ে, নবীগঞ্জ ফেরিঘাট, রূপগঞ্জের নবনির্মিত গাজী সেতুসহ বিভিন্ন স্থানে এমন দৃশ্য দেখা গেছে
বিনোদন কেন্দ্র বন্ধ থাকায় মানুষ এসব স্থানেই ঘুরতে এসেছে পরিবার পরিজন নিয়ে এসব স্খানে অস্থায়ী খাবারের দোকানিরা নানা খাবার সাজিয়ে বসেছেন। বেচাবিক্রি করছেন ফুচকা, ঝালমুড়ি, চটপটি, চপ, বেগুনি, চাপের দোকানসহ খাবার । দোকানগুলোকে রাত পযন্ত রয়েছে মানুষের ভিড়।