আজ শনিবার, ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

নগরীতে র‍্যাবের অভিযানে ১৩ জুয়ারী আটক

সংবাদচর্চা অনলাইনঃ

অর্থের বিনিময়ে প্রকাশ্যে জুয়া খেলার অভিযোগে ১৩ জুয়ারীকে আটক করেছে র‍্যাব-১০ এর একটি অভিযানিক দল।গত শনিবার (১৩ মার্চ) দুপুর দেড়টায় নগরীর ২নং রেল গেইটস্থ বিল্লালের জুটের দোকানে অভিযানটি পরিচালনা করে।

ওই সময় র‍্যাব-১০ এর সদস্যরা নগদ অর্থ ও জুয়া খেলার তাশসহ মো. রফিকুল ইসলাম (৫৩), মো. সাঈদ (৩৪), মোঃ শাকিল (৩৫), মো. আল আমিন রিংকি (৩২), মো. আব্দুল জব্বার খোকন (৫১), মো. মনির হোসেন (৪০), লিটন পোদ্দার (৫১), রঞ্জিত পোদ্দার (৫২), মো. আশরাফ (৫০), মো. হাশেম আলী (৪৩), নয়ন চন্দ্র সাহা (৩৯), মো. কালু মিয়া (৫৫), মো. বিল্লাল হোসেন (৫০) নামের ১৩ জুয়ারীকে আটক করে।

এই ঘটনায় র‌্যাব-১০ এর এসআই মো. মিঠুন উদ্দিন খান বাদী হয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় একটি মালা দায়ের করেছেন।

মামলা সূত্রে জানা গেছে, র‍্যাব-১০ এর একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে নগরীর ২নং রেল গেইট এলাকায় অবস্থান নেয়। ওই সময় জৈনক বিল্লালের জুটের দোকানে বেশ কয়েকজন জুয়ারী নগদ অর্থের বিনিময়ে জুয়ে খেলছে এমন সংবাদের ভিত্তিতে র‍্যাব সদস্যরা ওই জুটের দোকানে অভিযান চালিয়ে নগদ ১৭ হাজার দুইমত ত্রিশটাকা ও জুয়া খেলার এক বান্ডেল তাশসহ ১৩ জুয়ারীকে আটক করে।

সদর পুলিশের একটি সূত্র মামলার বিষয়টি নিশ্চিত করেছে। জানা গেছে, রোববার অভিযুক্ত ১৩ জুয়ারীকে পুলিশ প্রতিবেদনসহ আদালতে সোপর্দ করা হযেছে।

স্পন্সরেড আর্টিকেলঃ