আজ মঙ্গলবার, ২৪শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

ধোবাউড়া উপজেলা শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে ব্যাপক অনিয়ম, দুর্নীতির অভিযোগ

ধোবাউড়া উপজেলা

ধোবাউড়া উপজেলা শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে ব্যাপক অনিয়ম, দুর্নীতির অভিযোগধোবাউড়া উপজেলা

মোঃ হাবিবুল্লাহ তালুকদার,(ময়মনসিংহ)
ময়মনসিংহের ধোবাউড়া উপজেলা শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে ব্যাপক অনিয়ম, দুর্নীতি ও সেচ্ছাচারিতার অভিযোগ উঠেছে। এ ব্যাপারে ধোবাউড়া হালুয়াঘাট আসনের সংসদ সদস্য জুয়েল আরেং বরাবর একটি লিখিত অভিযোগ করেছেন উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা।

অভিযোগের প্রেক্ষিতে সংসদ সদস্য জুয়েল আরেং প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক বরাবরে জুয়েল আরেং/ডিও/২০১৮-৩০২ স্মারকে শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা ও বদলির জন্য সুপারিশ করে ডিও লেটার পাঠিয়েছেন।

জানা যায়, উপজেলা শিক্ষা কর্মকর্তা আঞ্জুমান আরা বিথী ধোবাউড়ায় যোগদানের পর থেকেই অফিস ফাঁকি, ঘুষ বাণিজ্য, শিক্ষকদের সাথে অসৌজন্য মুলক আচরণসহ বিভিন্ন অভিযোগ রয়েছে।

জাতীয়করণকৃত শিক্ষকগণের টাইম স্কেল বিগত ২০১৭ সালের ৩১ জুলাই জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অনুমোদন দিলেও উপজেলা শিক্ষা কর্মকর্তা আঞ্জুমান আরা বিথী এখনো বিল প্রদান করেননি।এছাড়া তিনি সপ্তাহে ৩ দিন অফিসে আসেন।

এ ব্যাপারে উপজেলা শিক্ষা কর্মকর্তা আঞ্জুমান আরা বিথী সাংবাদিকদের বলেন, আমি ১৫ দিনে একদিন অফিস করব আপনারা যা পারেন লেখেন। তবে অভিযোগের বিষয়ে জানতে চাইলে শিক্ষা কর্মকর্তা আঞ্জুমান আরা বিথী তার বিরুদ্ধে আনিত অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেন।

স্পন্সরেড আর্টিকেলঃ