আজ শুক্রবার, ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় বুলবুল

উপকূলীয় এলাকার দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘বুলবুল’। পটুয়াখালীর কলাপাড়াসহ উপকূলীয় এলাকায় বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার শেষ বিকাল পর্যন্ত মাঝারি ও গুড়ি গুড়ি বৃষ্টিপাত হচ্ছে। এদিকে উত্তল সমুদ্র থেকে ফেরা পথে এক জেলে নিখোঁজ হয়েছেন বলে জানা গেছে।

 

পূর্ব-উত্তর ও তৎসংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এলাকা থেকে ঘূর্ণিঝড় ‘বুলবুল’ উপকূলীয় এলাকার দিকে ঘেয়ে আসছে বলে আবহাওয়ারবিদরা নিশ্চিত করেছেন। একই সঙ্গে পায়রা সমুদ্র বন্দরসহ চারটি বন্দরকে শেষ বিকাল পর্যন্ত ৪ নম্বর স্থানীয় হুশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

এদিকে গুমটে আবহাওয়ার কারণে ভ্যাপসা গরম বিরাজ করছে দিনভর। ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে আন্ধারমানিক নদসহ সকল নদ-নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। বঙ্গোপসাগর উত্তাল হয়ে উঠেছে। উত্তাল সমুদ্র থেকে তীরে ফেরার পথে ঢেউয়ের তাণ্ডবে এফবি মা কুলসুম ট্রলার থেকে বঙ্গোপসাগরে পড়ে গিয়ে মো. বেল্লাল নামের (৪০) এক জেলে নিখোঁজ রয়েছেন।

শুক্রবার সকাল থেকে বঙ্গোপসাগর থেকে সকল মাছ ধরা ট্রলার নিরাপদ আশ্রয়ের জন্য মৎস্য বন্দর আলীপুর, মহিপুরের শিববারিড়া নদসহ বিভিন্ন পোতাশ্রয়ে নিরাপদ আশ্রয়ে আসতে শুরু করেছে। দুর্যোগ মোকাবেলায় সার্বিক প্রস্তুতির জন্য এবং সর্তক থাকার জন্য বৃহস্পতিবার রাতে কলাপাড়া উপজেলা দুর্যোগ প্রস্তুতি কমিটি প্রস্তুতি সভা করেছে উপজেলা প্রশাসন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মুনিবুর রহমানের সভাপতিত্বে দুর্যোগ প্রস্তুতি সভায় সিদ্ধান্ত গ্রহণ হয় সকল আশ্রয় কেন্দ্র সার্বক্ষণিক উন্মুক্ত রাখা এবং সিপিপি ও দুর্যোগ ঝুঁকি হ্রাস কার্যক্রমের সম্পৃক্ত উন্নয়ন সংস্থাকে যেকোন পরিস্থিতি মোকাবেলা করার জন্য প্রস্তুত থাকা।

আবহাওয়া অধিদপ্তর সূত্র নিশ্চিত করেছে, ঘূর্ণিঝড়টি পায়রা সমুদ্র বন্দর থেকে ৬৫০ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছে। প্রবল ঘূর্ণিঝড়ের কেন্দ্রের ৬৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৯০ কিলোমিটার। যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ১১০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে।

 

স্পন্সরেড আর্টিকেলঃ