আজ বুধবার, ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

ধান কাটতে মাঠে ডিসি

সংবাদচর্চা রিপোর্ট: কৃষকদের উৎসাহিত করতে নিজেই কাঁচি নিয়ে ধান কাটতে নামলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক জসিম উদ্দিন। আড়াইহাজার উপজেলা গোপালদীতে তিনি ধান কাটেন। পরে নারায়ণগঞ্জের কৃষকদের উৎসাহ এবং সম্মান দিতে নবান্ন উৎসবের আয়োজন হয়। মঙ্গলবার ( ২৪ নভেম্বর) জেলা প্রশাসক জসিম উদ্দিন তার ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেছেন। ডিসি বলেন , মাথার ঘাম পায়ে ফেলে কৃষকরা আমাদের খাদ্য জোগায়। একটা বিকেল কৃষকদের সঙ্গে সময় কাটানোর সুযোগ হলো। ধান কাটা শেষে মাঠে কৃষকদের নিয়ে গান এবং একত্রে খাওয়া-দাওয়া হলো। ধন্যবাদ উপ-পরিচালক এগ্রিকালচার এবং উপজেলা নির্বাহী অফিসার কে এ সুযোগটি করে দেওয়ার জন্য। এসময় আড়াইহাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান মুজাহিদুর রহমান হেলো সরকার, উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহাগ হোসেনসহ উপজেলা কৃষিকর্মকর্তা , জনপ্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

স্পন্সরেড আর্টিকেলঃ