রূপগঞ্জে নবম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ মামলার এজাহারভুক্ত পলাতক আসামি তানভীরকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (১৯ জানুয়ারি) খাগড়াছড়ি জেলা থেকে তানভীরকে গ্রেফতার করা হয়। তানভীর উপজেলার তারাবো পৌরসভার রূপসী এলাকার বাসিন্দা। সে মৃত কবির হোসেনের ছেলে।
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার (৯ জানুয়ারি) তৌসিফ ভুক্তভোগী ছাত্রীকে ৫০০ টাকা ধার পরিশোধের কথা বলে ডেকে এনে অপহরণ করে। পরে রূপসী এলাকায় দু’দিন আটকে রেখে ওই ছাত্রীকে গণধর্ষণ করার পর শুক্রবার (১০ জানুয়ারি) রাতে সিদ্ধিরগঞ্জের মৌচাক রাস্তায় ফেলে যায়। এ ঘটনায় ওই ছাত্রীর বাবা বাদী হয়ে রূপগঞ্জ থানায় তৌসিফ, আফজাল, আবু সুফিয়ান সোহান ও তানভীরসহ অজ্ঞাত ২-৩ জনের বিরুদ্ধে একটি ধর্ষণ মামলা দায়ের করেন। শনিবার রাতে অভিযান চালিয়ে তৌসিফ ও আফজালকে গ্রেপ্তার করে পুলিশ। আশুগঞ্জ থেকে ফেনসিডিলসহ আবু সুফিয়ানকে গ্রেফতার করা হয়।
এব্যাপারে রূপগঞ্জ থানার ওসি জানান, গণধর্ষণ মামলার আসামি তানভীরসহ দুই জন্যকে খাগড়াছড়ি থেকে গ্রেফতার করা হয়েছে। তাদের রূপগঞ্জ থানায় নিয়ে আসা হয়েছে। সোমবার (২০ জানুয়ারি) আসামিদের রিমান্ড চেয়ে কোর্টে চালান করে দেয়া হবে।