আজ রবিবার, ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

ধর্ম দেখি না, মুসলিমদের দেখবই: মমতা

আন্তর্জাতিক ডেস্ক:নির্বাচিত সরকারের ভিত্তি হল জনগণ। জনগণের উন্নয়নই সরকারের আসল ধর্ম। কিন্তু এখন দেশে ধর্মের ভিত্তিতেই সরকার চালাচ্ছে একটি দল। বুধবার এই অভিযোগ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

তৃণমূল নেত্রী আরও বলেন , ‘‘সবার কথা বলতে গেলেই তাঁর উপর মুসলিম তোষণের তকমা চাপিয়ে দেওয়া হয়।’’ যার জবাবে মুখ্যমন্ত্রী এ দিন পাল্টা তোপ দেগে বলেন,‘‘হ্যাঁ, আমি তোষণ করব। কোটি বার করব। এ রাজ্যে ৩১.৯ % মানুষ মুসলিম। আমি না দেখলে তাদের কে দেখবে?’’বাবরি মসজিদ ধ্বংসের ২৫ বছর পূর্তি উপলক্ষে গাঁধী মূর্তির পাদদেশে তৃণমূল এ দিন সংহতি দিবসের সমাবেশের ডাক দিয়েছিল। সেখানেই হাজির ছিলেন মমতা। কেন্দ্রকে আক্রমণ করে তিনি বলেন, ‘‘মানুষই নির্বাচিত সরকারের ভিত্তি। কিন্তু মানুষের দুর্দশা, উন্নয়নের দিকে দৃষ্টি না দিয়ে নির্দিষ্ট একটি ধর্মের ভিত্তিতে দিল্লির সরকার চলছে। শুধুমাত্র একটা ধর্ম নিয়ে সরকার চলতে পারে না।’’ কেন্দ্রের এই ‘সাম্প্রদায়িকতা’র জবাব যে তিনি রাজনৈতিক ভাবেই দিতে চান,তা ফের বুঝিয়ে দেন মুখ্যমন্ত্রী।

ন.ক

স্পন্সরেড আর্টিকেলঃ