আজ শুক্রবার, ২৭শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১০ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

ধর্মযুদ্ধে শুভশ্রী

স্বামী রাজ চক্রবর্তীর হাত ধরে কামব্যাক করেছেন শুভশ্রী গাঙ্গুলী। চলতি বছরে মুক্তিপ্রাপ্ত ‘পরিণীতা’য় তার অভিনয় দর্শকের মন ভরিয়েছে। মূলত বাণিজ্যিক ছবির নায়িকা হিসেবেই তিনি পরিচিত ছিলেন। সেই চেনা ছক ভেঙে বেরিয়ে এসেছেন। ওয়ার্কশপ করেছেন। নিজেকে গড়েপিটে নিয়েছেন।

‘পরিণীতা’র সাফল্যের পর রাজ তার পরবর্তী ছবি ‘ধর্মযুদ্ধ’র ঘোষণা করেছিলেন। দেশের সাম্প্রতিক ও রাজনৈতিক কাহিনির উপর ভিত্তি করে তিনি ছবিটি বানাচ্ছেন। এই ছবিতে শুভশ্রী অভিনীত চরিত্রটির নাম মুন্নি। ‘পরিণীতা’র মতো এখানেও তিনি একেবারে গ্ল্যামারাস নায়িকা নন। বরং ডিগ্ল্যাম লুকে তাকে দেখা যাবে।

ধর্মযুদ্ধে শুভশ্রীর চরিত্র একেবারে গ্রাম থেকে উঠে আসা একটি মেয়ের। তার স্বামীর ভূমিকায় অভিনয় করছেন সপ্তর্ষি মৌলিক। এছাড়া আছেন পার্নো মিত্র, ঋত্বিক চক্রবর্তী, সোহম এবং স্বাতীলেখা সেনগুপ্ত। সাম্প্রদায়িক দাঙ্গাতে নিজেদের ভূমি ছেড়ে পালিয়ে আসতে বাধ্য হয় চরিত্ররা। তাদের সবাইকে আগলে রাখেন সোহিনী।

এক থালাতে খাওয়া থেকে শুরু করে একে অপরকে জাপটে থাকা। অজান্তেই তৈরি হয় রক্তের সম্পর্ক। ছবির অধিকাংশ শুটিং হয়েছে পুরুলিয়ায়। শুটিং পর্ব শেষ। বর্তমানে চলছে পোস্ট প্রোডাকশনের কাজ। ‘ধর্মযুদ্ধ’ মুক্তি পাওয়ার কথা আগামী বছরের মার্চে।

স্পন্সরেড আর্টিকেলঃ