আজ শুক্রবার, ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

ধরা পরল ১০ পরিবহণ চাঁদাবাজ

সংবাদচর্চা রিপোর্ট:

সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ১০ জন পরিবহন চাঁদাবাজ কে গ্রেফতার করেছে র‌্যাব-১১। গ্রেফতারকৃতরা হলেন মোঃ লিটন হাওলাদার (৩৫), মোঃ আলতাফ হোসেন খোকন (৩০), মোঃ আরিফুল ইসলাম ওরফে আরিফ (২৪), মোঃ এরশাদ (৩৫), মোঃ ফয়সাল আহম্মেদ (২৫), মোঃ হযরত আলী (৩০), মোঃ আবুল হাসেম শেখ (৩২), মোঃ জহির (৩৫), মোঃ নূর ইসলাম ওরফে লিসন (২৮) , মোঃ রতন (২৮)। গত ৩১ জুলাই তাদেরকে গ্রেফতার করা হয়। এসময় গ্রেফতারকৃত আসামীদের হেফাজত হতে চাঁদাবাজির নগদ ১৪,৪০০/- টাকা উদ্ধার করা হয়।

রোববার ১ আগস্ট র‌্যাব ১১- এর মিডিয়া অফিসার (আদমজীনগর, নারায়ণগঞ্জ) লেঃ কমান্ডার মাহমুদুল হাসান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানানো হয়েছে।

র‌্যাবের এই কর্মকর্তা জানান, একটি চাঁদাবাজ চক্র সাইনবোর্ড এলাকায় ঢাকা-চট্রগ্রাম গামী চলাচলরত পরিবহনের চালক ও হেলপারদের গুরুতর আঘাতের ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে জোরপূর্বক পরিবহন প্রতি দৈনিক ১০০ থেকে ২০০ টাকা করে অবৈধভাবে চাঁদা আদায় করে আসছিল। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

স্পন্সরেড আর্টিকেলঃ