আজ মঙ্গলবার, ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

দ্বিজেন শর্মার মরদেহ নেয়া হবে কেন্দ্রীয় শহীদ মিনারে ও নটর ডেম কলেজে

দ্বিজেন শর্মার প্রতি শ্রদ্ধা জানাতে তার মহদেহ নেয়া হয়েছে বাংলা একাডেমি প্রাঙ্গণে। আজ রবিবার বেলা সোয়া ১১টার দিকে তার মরদেহ স্কয়ার হাসপাতালের হিমঘর থেকে বাংলা একাডেমি প্রাঙ্গণে নেয়া হয়।
সেখানে শ্রদ্ধা নিবেদন শেষে তার মরদেহ নেয়া হবে কেন্দ্রীয় শহীদ মিনারে ও নটর ডেম কলেজে। কেন্দ্রীয় শহীদ মিনারে সম্মিলিত সাংস্কৃতিক জোটের ব্যবস্থাপনায় দ্বিজেন শর্মার নাগরিক শ্রদ্ধানুষ্ঠান অনুষ্ঠিত হবে।
এরপর মরদেহ নিয়ে যাওয়া হবে মতিঝিলে তার দীর্ঘদিনের কর্মস্থল নটর ডেম কলেজ প্রাঙ্গণে। সেখানে শ্রদ্ধাজ্ঞাপন শেষে রাজধানীর সবুজবাগের রাজারবাগ বরদেশ্বরী কালী মন্দিরসংলগ্ন শশ্মানে তার দাহ সম্পন্ন হবে।
দ্বিজেন শর্মা বৃহস্পতিবার দিবাগত রাত ৩টা ৫০ মিনিটে রাজধানীর স্কয়ার হাসপাতালে ৮৮ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

স্পন্সরেড আর্টিকেলঃ