আজ বৃহস্পতিবার, ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

দ্বিগুবাবুর বাজারে জরিমানা

নিজস্ব প্রতিবেদক:

শহরের দিগুবাবুর বাজারে খাবারের হোটেল, মুরগির ও চিনির দোকানসহ ৪ প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ১০ হাজার টাকা জরিমানা করেছে নারায়নগঞ্জ ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর।

সোমবার (২০ সেপ্টেম্বর) দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর নারায়ণগঞ্জের সহকারী পরিচালক মো: সেলিমুজ্জমানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

এ বিষয়ে সেলিমুজ্জামান জানান, বাংলাদেশ সুগার রিফাইনার্স এসোসিয়েশন চিনির মূল্য নির্ধারন করেছেন খোলা চিনি কেজি ৭৪ টাকা ও প্যাকেটজাত ৭৫ টাকা। নির্ধারিত মূল্যে চিনি বিক্রয় কার্যক্রম তদারকি করতেই এই অভিযান। অভিযানে নগরীর দ্বীগুবাবুর বাজার এলাকায় মের্সাস চিনির মূল্য অধিক রাখার অপরাধে সন্তোষ স্টোরকে ও পণ্যের মূল্যতালিকা প্রদর্শন না করায় ২টি দোকানকে ২ হাজার করে ৪ হাজার টাকা জরিমানা করা হয়। এবং ফ্রিজের মধ্যে কাঁচা মাছ মাংস ও পচাঁবাসি রান্না করা খাবার একত্রে রাখার অপরাধে আল্লাহর দান রেস্তোরাকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়।

এসময় জেলা বাজার কর্মকর্তা টি.এম. মাহবুবুর হোসেন এবং জেলা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।

স্পন্সরেড আর্টিকেলঃ