সংবাদচর্চা রিপোর্ট:
নড়াইল-২ আসনের সংসদ সদস্য ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজা ও ডাঃ নুজহাত চৌধুরী করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় তাদের সুস্থতার জন্য দোয়া চেয়েছেন নারায়ণগঞ্জ -২ (আড়াইহাজার) আসনের সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম বাবু। গতকাল তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে বলেন, ডাঃ নুজহাত চৌধুরীর বাবা আলীম চৌধুরীকে ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর রাজাকার,আলবদররা বাসা থেকে ধরে নিয়ে নির্মমভাবে হত্যা করেছিল। শহীদ আলীম চৌধুরী বঙ্গবন্ধুর চক্ষু চিকিৎসক ছিলেন। ডাঃ নুজহাত চৌধুরী তার চিকিৎসক স্বামী ডাঃ স্বপ্নীল সন্তানসহ করোনায় আক্রান্ত। সম্মুখ যোদ্ধা এই শহীদ সন্তান ও তার পরিবারের জন্য দোয়া করবেন।