আজ বৃহস্পতিবার, ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

দেড় যুগ পর মালদ্বীপকে হারাল বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ একটা সময় ফুটবলে মালদ্বীপকে হারাতো । কিন্তু সেই দলটির বিপক্ষেই গত ১৮ বছর ধরে জয়হীন লাল-সবুজ বাহিনীরা। অবশেষে দ্বীপ দেশটিকে হারাতে সক্ষম হলো জামাল ভূইয়ার নেতৃত্বাধীন দলটি।

শনিবার (১৩ নভেম্বর) শ্রীলঙ্কায় মহেন্দ্র রাজাপক্ষে টুর্নামেন্টে নিজেদের দ্বিতীয় ম্যাচে মালদ্বীপকে ২-১ গোলে হারিয়েছে বাংলাদেশ। দলের হয়ে দুটি গোল করেছেন অধিনায়ক জামাল ভূইয়া ও তপু বর্মন।

ম্যাচের ১২ মিনিটেই জামালের গোলে এগিয়ে যায় বাংলাদেশ। আর ৮৮ মিনিটে পেনাল্টি থেকে জয়সূচক গোলটি করেন তপু বর্মন। এর আগে প্রথমার্ধের ৩৩ মিনিটে একমাত্র গোল পায় মালদ্বীপ।

এর আগে ২০০৩ সালে সর্বশেষ মালদ্বীপকে হারিয়েছিল বাংলাদেশ। সেবার ঢাকায় অনুষ্ঠিত সাফ ফুটবলের ফাইনালে তাদেরকে টাইব্রেকারে হারায় লাল-সবুজ বাহিনীরা।

স্পন্সরেড আর্টিকেলঃ