আজ শনিবার, ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

দেশ কে সমৃদ্ধির পথে এগিয়ে নিতে মাইল ফলক হিসেবে কাজ করবে ভূলতা ফ্লাইওভার: বস্ত্র ও পাট মন্ত্রী

নবকুমার:

নারায়ণগঞ্জ ১ আসনের সংসদ সদস্য বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক বলেছেন, ২০৪১ সালে দেশ কে সমৃদ্ধির পথে এগিয়ে নিতে মাইল ফলক হিসেবে কাজ করবে ভূলতা ফ্লাইওভার। সিলেট চট্টগ্রাম থেকে মালামাল ঢাকার উদ্দেশ্যে গেলে এই ভূলতা ফ্লাইওভার ব্যবহার হবে। স্বল্প সময়ে কারখায় মালপত্র পৌছে যাবে কারখানার উ’পাদন বৃদ্ধি পাবে । যাত্রী ভোগান্তি থাকবে না।

শুক্রবার রূপগঞ্জ উপজেলার ভূলতা ফ্লাইওভার নির্মাণ কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ফ্লাইওভার নির্মানের ৯০ ভাগ কাজ শেষ হয়েছে। আগামী ৫/৬ মাসের মধ্যে বাকী কাজ শেষ হবে তার পর প্রধানমন্ত্রী যে কোন সময় উদ্বোধন করবেন ।

গোলাম দস্তগীর গাজী বলেন, বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণের লক্ষ্যে তার কন্যা শেখ হাসিনা নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। মানুষের জীবন যাত্রার মানের উন্নয়ন হয়েছে। যোগাযোগ বিদ্যুত তথ্যপ্রযুক্তি চিকি’সা শিক্ষা সহ সকল ক্ষেত্রে বিপ্লব ঘটেছে।

তিনি বলেন, শান্ত নারায়ণগঞ্জ কে বিএনপি জামায়াত কর্মসূচির নামে অশান্ত করার চেষ্টা করলে ছাড় দেয়া হবে না।

স্পন্সরেড আর্টিকেলঃ