আজ বৃহস্পতিবার, ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

দেশীয় অস্ত্রসহ তারাবতে ৪ চাঁদাবাজ গ্রেফতার

সংবাদচর্চা রিপোর্ট:

দেশীয় অস্ত্র প্রদর্শন করে রূপগঞ্জের তারাব এলাকায় চলাচলরত বাস ও ট্রাক চালকদের হুমকি ও ক্ষয়ক্ষতির ভয় দেখিয়ে চাঁদাবাজি করার সময় ৪ জন চাঁদাবাজ’কে হাতে-নাতে গ্রেফতার করেছে র‌্যাব-১১। গ্রেফতারকৃত চাঁদাবাজরা হলেন তারাবর মৃত কাজী হোসেন এর ছেলে মোঃ আক্তার হোসেন , মৃত আব্দুস সোবহান এর ছেলে মোঃ জালাল হোসেন (২৯) , মৃত সেকেন্দার আলী খান এর ছেলে মোঃ মশিউর রহমান ওরফে মুকুল (৩৫), মৃত বাহার মিয়ার ছেলে মোঃ লিটন মিয়া (২৯)।

রবিবার ১৭ অক্টোবর দুপুরে তাদেরকে গ্রেফতার করা হয়। এসময় গ্রেফতারকৃত আসামীদের দখল হতে চাঁদাবাজির নগদ ৩ হাজার ৩ শত ৬০/- টাকা, দেশীয় অস্ত্র ৩টি রামদা এবং ০১টি জিআই পাইপ উদ্ধার করা হয়।

র‌্যাব-১১ এর মিডিয়া অফিসার (আদমজীনগর, নারায়ণগঞ্জ) মাহমুদুল হাসান এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গ্রেফতারকৃত আসামীরা চাঁদাবাজ চক্রের সক্রিয় সদস্য। তারা দীর্ঘদিন যাবৎ তারাব এলাকায় মহাসড়কে চলাচলরত বাস ও ট্রাক চালকদের দেশীয় অস্ত্র প্রদর্শন করে জানমালের ক্ষয়ক্ষতি ও ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক গাড়িপ্রতি ১০০/- টাকা থেকে ২০০/-টাকা করে চাঁদা আদায় করে আসছিল। কোন বাস বা ট্রাকের চালক চাঁদা দিতে অস্বীকার করলে গ্রেফতারকৃত আসামীরা তাদের মারধরসহ জীবন নাশের হুমকি প্রদান করে আসছিল। চাঁদাবাজি বন্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে।

স্পন্সরেড আর্টিকেলঃ