আজ বৃহস্পতিবার, ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

দুলালের মৃত্যুতে আব্দুল হাইয়ের শোক

সংবাদচর্চা রিপোর্ট: রূপগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আল-আমিন দুলাল মাস্টার ইন্তেকাল করেছেন ( ইন্নালিল্লাহি…. রাজিউন)। তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আঃ হাই। বৃহস্পতিবার (৮ অক্টোবর) এক শোক বার্তায় আব্দুল হাই , মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন এবং তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

প্রসঙ্গত বৃহস্পতিবার ( ৮ অক্টোবর) বাদ যোহর সরকারী মুড়াপাড়া কলেজ মাঠে বীর মুক্তিযোদ্ধা আল- আমিন দুলালের জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। নামাজের আগে তাকে রূপগঞ্জ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে গার্ড অব অনার দেওয়া হয়। পরে মরহুমের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়।