নবকুমার:
রূপগঞ্জে মসজিদের ইমান ও গণশিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষিকা এবং কেয়ারটেকারদের নিয়ে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যকম এর মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে রূপগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ্ নুসরাত জাহানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক। মন্ত্রী বলেন, করোনা দুর্যোগে বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইমাম, মুয়াজ্জিন, শিক্ষকদের পাশে দাঁড়িয়েছে। বিভিন্ন শ্রেণী পেশার মানুষ প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী পেয়েছেন। সমাজ এবং দেশের কল্যাণে ইমাম এবং শিক্ষকদের আরো বেশি ভূমিকা রাখতে হবে। এসময় উপস্থিত ছিলেন ইসলামী ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মুফতি আবু সুফিয়ান, রূপগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলা, মাওলানা আল-আমিন, আনিছুর রহমান,খাইরুল ইসলাম প্রমুখ।
প্রসঙ্গত করোনা দুর্যোগে বস্ত্র ওপাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক তার বেতনের টাকা দিয়ে রূপগঞ্জে ইমাম এবং মুয়াজ্জিনদের ঈদ বোনাস দিয়েছে। এদিকে গতকাল তারাব পৌরসভার বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শন শেষে পৌরসভায় যান স্থানীয় সংসদ সদস্য, বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক।