আজ বুধবার, ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

দুই থানার ইজারাদারদের সাথে পুলিশের মতবিনিময়

নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলমের নির্দেশনা অনুযায়ী আসন্ন ঈদ-উল-আযহা উপলক্ষে কুরবানীর হাটে আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা বিষয়ে সোনারগাঁ ও বন্দর থানার হাট ইজারাদারদের সাথে নারায়ণগঞ্জ জেলা পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোনারগাঁ থানায় অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) টি.এম মোশাররফ হোসেন। সোনারগাঁ থানায় অফিসার ইনচার্জ মোঃ মনিরুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠানে সোনারগাঁ ও বন্দর থানা এলাকার পশুর হাট ইজারাদারগণ উপস্থিত ছিলেন। সভায় হাট ইজারাদারগণ আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা বিষয়ে তাদের মতামত প্রদান করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (খ-সার্কেল) জনাব মোঃ খোরশেদ আলম। বন্দর থানার অফিসার ইনচার্জ সহ সোনারগাঁ ও বন্দর থানার অন্যান্য অফিসারগন এসময় উপস্থিত ছিলেন। সভা শেষে সকলের মঙ্গল কামনা এবং অগ্রিম ঈদের শুভেচ্ছা জানানো হয়।