আজ শুক্রবার, ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

দিল্লি আক্রমণের পরিকল্পনা ছিলো সোলাইমানির: ট্রাম্প

সোলাইমানিকে হত্যার মাধ্যমে হাজারো মানুষের জীবন রক্ষা পেয়েছে এমন মন্তব্য করে ট্রাম্প বলেন, দিল্লি ও লন্ডনে আক্রমণের পরিকল্পনা ছিলো এই কুদস বাহিনীর। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শুক্রবার নিজের মার-এ-লাগো রিসোর্ট থেকে দেয়া এক বিবৃতির পর মিয়ামি চার্চে দেয়া বক্তব্যে এ কথাগুলো বলেন ট্রাম্প।

ট্রাম্প এ সময় আরো বলেন, কোন আগ্রাসী আক্রমণ এটি নয়। কোন যুদ্ধ শুরুর জন্য এই আক্রমণ করা হয়নি। বরং যুদ্ধ বন্ধ করতে এই আক্রমণ করা হয়েছে। যার মাধ্যমে রক্ষা পেয়েছে হাজারো মানুষ।

মিয়ামি চার্চে দেয়া বক্তব্যে ট্রাম্প বলেন, ‘সে (সোলাইমানি) বড় হামলার পরিকল্পনা করছিলো। কিন্তু আমরা তাকে রুখে দিতে পেরেছি।

তিনি বলেন, তার সন্ত্রাসী কার্যক্রমের সময় শেষ করতে পেরে স্বস্তি পাচ্ছি আমরা।

তার এই বক্তব্য প্রদানের কিছু সময় পরই বাগদাদে আরো একবার বিমান হামলা চালায় যুক্তরাষ্ট্র। হামলায় অন্তত ৬ জন নিহত হয়েছে বলে জানায় আল জাজিরা। ইরাকের পপুলার মোবিলাইজেন ফোর্স বা হাশাদ আশ-শাবি বাহিনীর কমান্ডকে লক্ষ করে এ হামলা চালায় মার্কিন বাহিনী। টাইমস অব ইন্ডিয়া ও সিএনএন।

স্পন্সরেড আর্টিকেলঃ