আজ শুক্রবার, ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

দিল্লিতে সরকার গঠন করছে কেজরিওয়াল

দিল্লিতে আরও একবার  বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করতে চলেছে আম আদমি পার্টি। পরপর তৃতীয় বারের জন্য রাজধানীর মুখ্যমন্ত্রীর কুর্সিতে দেখা যাওয়ার সম্ভাবনা বেশি অরবিন্দ কেজরিওয়ালর। এমনই ইঙ্গিত পাওয়া গেছে সাম্প্রতিক জনমত সমীক্ষায়।

শুধু তাই নয়, দিল্লিতে বিজেপিকে কেজরিওয়ালের দল আপ অনেক পেছনে ফেলে সরকার গঠন করতে চলেছে বলেও ইঙ্গিত মিলেছে। জনমত সমীক্ষায় দিল্লিতে এবার দ্বিমুখী লড়াইয়ের ইঙ্গিত মিলেছে। এখানে লড়াই মূলত আপ এবং বিজেপির মধ্যে।

রাজধানীর শাসকদল আপকে সমর্থন জানিয়েছেন ৫২ শতাংশ ভোটার। অন্যদিকে, বিজেপির পক্ষে ভোট পড়েছে ৩৪ শতাংশ। সেক্ষেত্রে অনেক পিছিয়ে কংগ্রেস। সোনিয়া গান্ধীর দলকে মাত্র ৪ শতাংশ ভোটার নিজেদের পছন্দের তালিকায় রেখেছেন। জনমত সমীক্ষার ইঙ্গিত মিলে গেলে এবার ৫৪ থেকে ৬০টি আসন অরবিন্দ কেজরিওয়ালের দল আপ পেতে পারে।

অন্যদিকে, বিজেপির ঝুলিতে যেতে পারে ১০ থেকে ১৪টি আসন। আর ফলে খুব ভালো ফল করলে এবার কংগ্রেসকে মাত্র দুটো আসন নিয়েই এবার সন্তুষ্ট থাকতে হবে। ৮ ফেব্রুয়ারি দিল্লিতে বিধানসভা নির্বাচন। ১১ ফেব্রুয়ারি ফলাফল ঘোষণা করা হবে। দিল্লি বিধানসভার মোট আসন সংখ্যা ৭০। গত ২০১৫ সালের বিধানসভা নির্বাচনে ৬৭ আসনেই আপ জিতেছিল। বাকি ৩টি আসন বিজেপির ঝুলিতে গিয়েছিল।

স্পন্সরেড আর্টিকেলঃ