আজ শুক্রবার, ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ

রূপগঞ্জে দিপু ভূইয়ার ঈদপুনর্মিলনী অনুষ্ঠানে পুলিশের বাধা

দিপু ভূইয়ার

দিপু ভূইয়ার

নিজস্ব প্রতিবেদক: প্রতি ঈদের মত এবারও ২৪অাগস্ট শুক্রবার নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা গোলাকান্দাইলে নিজ বাসভবনে বিএনপির কেন্দ্রিয় কমিটির নির্বাহী সদস্য মোস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু  বিএনপির ঈদপুণর্মিলনী ও মেজবানী অনুষ্ঠানের আয়োজন করে। কিন্তু হঠাৎ বৃহস্পতিবার রাত ১২টায় রান্নার কাজ চলাকালে রূপগঞ্জ থানা পুলিশ অনুষ্ঠান বন্ধ রাখতে বলেন। বিএনপি নেতাকর্মীদের পাশাপাশি সকল শ্রেণী ও পেশার লোকজনকে নিমন্ত্রণ করা হয়েছিল।

রূপগঞ্জ থানার এএসআই সাব্বির খান ঘটনাস্থলে জানান, অনুষ্ঠানে একটি গ্রুপ বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে পুলিশের কাছে এমন সংবাদ ছিল। ফলে রাতেই পুলিশের পক্ষ থেকে বিএনপির আয়োজিত অনুষ্ঠান বন্ধ রাখার নিদের্শ দেয়া হয়েছে।

এদিকে অনুষ্ঠানের আয়োজক মোস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু বলেন, ব্যক্তি উদ্যোগে প্রতি বছর ঈদুল আযহা ও ঈদুল ফিতরে রূপগঞ্জের সকল শ্রেণী ও পেশার প্রায় ৩০ হাজার লোকজনের জন্য মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়। পরে বিকেলে একই স্থানে রূপগঞ্জ উপজেলা বিএনপির উদ্যোগে ঈদপূণর্মিলনী অনুষ্ঠানে আয়োজন করা হয়।

ঈদপূর্নমিলনী ও মেজবানী অনুষ্ঠান বন্ধের খবর ছড়িয়ে পড়লে বিএনপির নেতাকর্মীসহ সাধারণ মানুষের মাঝেও ক্ষোভ দেখা দেয়। হাজার হাজার লোকের খাবার নষ্ট হওয়ায় পুলিশ প্রশাসনের প্রতি মানুষের আস্থা কমছে।

রূপগঞ্জ থানার ওসি মনিরুজ্জামান জানান, বিএনপির ঈদপূর্ণমিলনী অনুষ্ঠানকে ঘিরে যাতে কোনো প্রকার বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সেজন্য উপরমহলের নির্দেশে অনুষ্ঠানে বাঁধা দেয়া হয়েছে। তাছাড়া বিএনপির মধ্যেও অন্ত:কোন্দল রয়েছে।

স্পন্সরেড আর্টিকেলঃ