আজ বৃহস্পতিবার, ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

দাউদপুর নির্বাচন, দায়িত্বে যে পুলিশ কর্মকর্তা

সংবাদচর্চা রিপোর্ট: রূপগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সমাপ্ত করার লক্ষ্যে নির্বাচনে দায়িত্ব পালন করবেন নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) টি.এম মোশারফ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) সুভাস চন্দ্র সাহা, সিনিয়র সহকারী পুলিশ সুপার ( সি- সাকেল ) মাহিন ফরাজি।

সোমবার ( ১৯ অক্টোবর) রূপগঞ্জ থানার ওসি মাহমুদুল হাসান এ তথ্য নিশ্চিত করে বলেন , ১৮ টি ভোট কেন্দ্রে ৯ টি মোবাইল টিম, ৪ টি স্ট্রাইকিং ফোর্স, র‌্যাব, বিজিবি , এপিবিএম দায়িত্ব পালন করবে । মাঠে থাকবে র‌্যাবের আলাদা ২ টি টিম। ৬ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ।

প্রসঙ্গত, দাউদপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনের (২০২০) ভোট গ্রহণ ২০ অক্টোবর সকাল ৯ টা হতে বিকাল ৫ টা পর্যন্ত চলবে। এবারের নির্বাচনে চেয়ারম্যান পদে দুইজন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। আওয়ামী লীগ সমথিত চেয়ারম্যান প্রাথী নুরুল ইসলাম জাহাঙ্গীর মাস্টার (নৌকা প্রতীক ) , চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা শরিফ আহমেদ টুটুল ( আনারস প্রতীক )। মোট ভোটার সংখ্যা ৩০ হাজার ৫শ ৫০জন।