নবকুমার: আসন্ন দাউদপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে প্রচারণায় ব্যস্ত সময় পার করছে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ। রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি, বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীকের নির্দেশনায় বুধবার ( ১৪ অক্টোবর) দাউদপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ করে যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ , মহিলা লীগ, যুবমহিলা লীগ নেতাকর্মীবৃন্দ। তারা নৌকা প্রতীকে ভোট চেয়েছেন। তরুণ ভোটাদের নৌকায় ভোট দিতে উৎসাহিত করেছেন।
এসময় উপস্থিত ছিলেন, রূপগঞ্জ উপজেলা যুব লীগের সভাপতি কামরুল হাসান তুহিন, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান শাহীন, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নাঈম ভুঁইয়া, রূপগঞ্জ উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শীলা রানী পাল, যুব মহিলা লীগের সভাপতি ফেরদৌসী আক্তার রিয়া, সাধারণ সম্পাদক সেলিনা আক্তার রিতাসহ অনেকে।
প্রসঙ্গত দাউদপুরে ভোট গ্রহণ ২০ অক্টোবর মঙ্গলবার সকাল ৯ টা হতে বিকাল ৫ টা পর্যন্ত চলবে। মোট ভোটার সংখ্যা ৩০ হাজার ৫শ ৫০জন। নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে রূপগঞ্জ উপজেলা প্রশাসন।