আজ শনিবার, ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

দাউদপুরে চেয়ারম্যানের বিরুদ্ধে হামলার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক:

রূপগঞ্জ উপজেলার দাউদপুর ই্উনিয়নের স্বেচ্ছাসেবকলীগ নেতাদের উপর কালনী বাজার এলাকায় গত ৬ অক্টোবর বৃহস্পতিবার রাত সাড়ে ৯ টায় সন্ত্রাসীরা হামলা করে। দাউদপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের কমিটি গঠন করাকে কেন্দ্র করে দাউদপুর ইউপি চেয়ারম্যান নূরুল ইসলাম জাহাঙ্গীর মাষ্টারের নেতৃত্বে ১৪/১৫ সদস্যের একদল সন্ত্রাসী দেশীয় অস্ত্রে শস্ত্রে সজ্জিত হয়ে এ হামলা চালায়। স্বেচ্ছাসেবকলীগের নতুন কমিটি ও সাংগঠনিক কাজ করে বাড়ি ফিরার পথে তারা সন্ত্রাসীদের কবলে পড়ে। আহত স্বেচ্ছাসেবকলীগ নেতা রাকিব হোসেন (২২), রুবেল আব্দুল্লাহ (২৫), শাকিল আহমেদ (২০) ও হাসেন আলীকে (২৩) রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে দাউদপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ড স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ইয়াকুব হোসেন বাদী হয়ে দাউদপুর ইউপি চেয়ারম্যান নূরুল ইসলাম জাহাঙ্গীরসহ ১০ জনকে আসামী করে রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন।
এ ব্যাপারে অভিযুক্ত দাউদপুর ইউপি চেয়ারম্যান নূরুল ইসলাম জাহাঙ্গীর বলেন, স্বেচ্ছাসেবকলীগ নেতাদের উপর হামলার ঘটনায় আমি জড়িত নই। তবে সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা করা প্রয়োজন।

রূপগঞ্জ থানার ওসি এ এফ এম সায়েদ বলেন, ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে। সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। সন্ত্রাসীরা যত শক্তিশালী কিংবা যে দলেরই হোক ছাড় দেওয়া হবে না। অবশ্যই সন্ত্রাসীদের গ্রেফতার করা হবে।