আজ শুক্রবার, ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

দগ্ধদের ১০ লাখ টাকা ক্ষতিপূরণ চায় ড. জাফরুল্লাহ চৌধুরী

সংবাদচর্চা অনলাইনঃ

নারায়ণগঞ্জের তল্লার বাইতুস সালাত জামে মসজিদে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ ব্যক্তিদের নারায়ণগঞ্জের হাসপাতালে সঠিক চিকিৎসা করা হলে হয়তো কয়েক জন বেঁচে যেত। এছাড়া নিহতের প্রত্যেক পরিবারের ১০ লাখ টাকা ক্ষতিপূরণ দাবি করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ড. জাফরুল্লাহ চৌধুরী।

রোববার ৬ সেপ্টেম্বর বেলা ১২ টায় বিস্ফোরিত মসজিদ পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন।

শুক্রবার রাতে নারায়ণগঞ্জ শহরের পশ্চিম তল্লা এলাকার মসজিদটিতে বিস্ফোরণের ঘটনা ঘটে। মসজিদের ভেতরে থাকা ছয়টি এসির সব কটি পুড়ে যায়। ফ্যান, বিদ্যুতের তার, প্যানেল বোর্ডসহ সবকিছু পুড়ে গেছে। বিস্ফোরণের সময় মসজিদে ৫০ জনের মতো মুসল্লি ছিলেন। তাঁদের সবাই কমবেশি দগ্ধ হয়েছেন।

স্পন্সরেড আর্টিকেলঃ