আজ সোমবার, ১৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

দক্ষিণ এশিয়ার চালিকাশক্তি হবে বাংলাদেশ: খালিদ মাহমুদ

নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, অর্থনৈতিক সমৃদ্ধির জন্য বাংলাদেশে ব্যবসাবান্ধব পরিবেশ সৃষ্টি হয়েছে। ব্যবসা বান্ধব দেশ হিসেবে বাংলাদেশ বিশ্বে ২০তম অবস্থানে রয়েছে যার কারনে শুধু নৌ-পরিবহন সেক্টরেই অনেক বড় বড় রাষ্ট্র বাংলাদেশে বিনিয়োগ করার আগ্রহ প্রকাশ করেছে। বিদেশী রাষ্ট্রগুলো বুঝতে পেরেছে আগামী দিনের বাংলাদেশ দক্ষিণ এশিয়ার চালিকাশক্তি হবে।

রোববার (২৯ সেপ্টেম্বর) দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জাহাজ নির্মানকারী প্রতিষ্ঠান আনন্দ শিপইয়ার্ডে বিআইডব্লিউটিএর যাত্রী উঠা-নামার জন্য পল্টুন নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নৌ-পরিবহন সেক্টরে গত দশ বছরে অভুতপূর্ব উন্নয়নের কথা উল্লেখ করে তিনি বলেন , প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঠিক নেতৃত্বে নৌ-পরিবহন খাত দেশের অর্থনীতির অন্যতম খাত হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। অর্থনীতির ভিতকে আরো শক্তিশালী করার জন্য সারা পৃথিবীর সাথে বাংলাদেশের নৌ-সংযোগ স্থাপন করা হবে।

বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে এই খাতে বিনিয়োগ করার আহবান জানিয়ে সরকারের পক্ষ থেকে সবরকম সহায়তারও আশ্বাস দেন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

প্রতিমন্ত্রী জানান, সারা দেশে লঞ্চ টার্মিনালে যাত্রী সেবার মান উন্নয়নের জন্য বিআইডব্লিউটিএর উদ্যোগে আনন্দ শিপইয়ার্ডে ৪৫ টি পল্টুন বানানোর চুক্তিপত্র হয়েছে। আনন্দ শিপইয়াড আগামী ১৮ মাসের মধ্যে এসব পল্টুন নির্মাণ করে বিআইডব্লিউটিএর কাছে হস্তান্তর করবে।

আনন্দ শিপইয়ার্ডের চেয়ারম্যান ড. আব্দুল্লাহ হেল বারীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমোডর মাহবুব উল ইসলাম, প্রতিষ্ঠানিটির ব্যবস্থাপনা পরিচালক আফরোজা বারীসহ অন্যান্য কর্মকর্তারা।

সর্বশেষ সংবাদ