আজ সোমবার, ২৩শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

ত্রিপুরার বাম নেতাদের বাংলাদেশে পাঠাতে চান বিজেপি

ত্রিপুরার বাম

ত্রিপুরার বাম নেতাদের বাংলাদেশে পাঠাতে চান বিজেপিত্রিপুরার বাম

আন্তর্জাতিক ডেস্ক:

ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সরকার সহ বাম নেতাদের বাংলাদেশে পাঠাতে চান বিজেপি নেতা হেমন্ত বিশ্ব শর্মা। গতকাল শনিবার ত্রিপুরায় ভোটের ফলে পতন ঘটেছে বামফ্রন্টের। এরপরই বিজেপি’র উত্তর-পূর্ব ভারতের কৌসুলি বিশ্ব শর্মা বলেন, মানিক সরকার পশ্চিমবঙ্গ, কেরালা কিংবা বাংলাদেশে আশ্রয় নিতে পারেন। খবর এনডিটিভি’র

১৯৯৮ সাল থেকে ত্রিপুরায় মুখ্যমন্ত্রী পদে দায়িত্বে আছেন বামপন্থী নেতা মানিক সরকার। সিপিএমের পলিটব্যুরোর সদস্য তিনি। পরপর ৪ বার মুখ্যমন্ত্রী পদে নির্বাচিত হয়েছেন ৬৯ বছরের এই বাম নেতা। তার পরাজয়ের পর বামেদের দখলে থাকলো কেবল কেরালা। তাই ক্ষমতাচ্যুত হওয়ার পর মানিক সরকারকে কোথায় পাঠানো হতে পারে তার বিবরণ দিয়েছেন হেমন্ত বিশ্ব শর্মা।

প্রথম বিকল্প হিসেবে তিনি পশ্চিমবঙ্গের কথা বলেছেন। কারণ এখানে বামদের এখনো অস্তিত্ব আছে। দ্বিতীয় আছে কেরালা যেখানে বামরা ক্ষমতায় আছে। তৃতীয় বিকল্প হিসেবে তিনি বাংলাদেশে আশ্রয় নিতে মানিক সরকারের প্রতি আহবান জানিয়েছেন।

নির্বাচনী প্রচারে গিয়েও একাধিকবার হেমন্ত মানিক সরকারকে বাংলাদেশে পাঠানোর কথা বলেছিলেন। এমনকি মানিক সরকারের নির্বাচনী কেন্দ্র ধনপুরেও একই কথা বলেছিলেন তিনি। কারণ মানিক সরকারের আমলেই নাকি ত্রিপুরা সীমান্তে অপরাধ বেড়েছিল।

স্পন্সরেড আর্টিকেলঃ