আজ মঙ্গলবার, ২৮শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

তৈমূরের হ্যান্ড স্যানিটাইজার বিতরণ

সংবাদচর্চা রিপোর্ট:

করোনায়  কর্মহীন মানুষের মাঝে বিআরটিসির সাবেক চেয়ারম্যান ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার জেলার বিভিন্ন উপজেলায় খাদ্যসামগ্রী ও হ্যাণ্ড স্যানিটাইজার বিতরণ করেছেন। তা অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার রূপগঞ্জ উপজেলার যাত্রামুড়াস্থ জেলা ওলামাদলের কার্যালয়ে হ্যান্ড গ্লাবস, মাস্ক, সাবান, বিতরণ করা হয়। ওলামাদলের কেন্দ্রিয় কমিটির সহ সভাপতি ও নারায়ণগঞ্জ জেলা ওলামাদলের সভাপতি সামছুর রহমান খান বেনু, যুগ্ন সাধারণ সম্পাদক কামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক আমির হোসেন, তারাবো পৌর মহিলাদলের নেত্রী অজুফা আক্তার শতাধিক মানুষের মাঝে এসব সামগ্রী বিতরণ করেন।
সামছুর রহমান খান বেনু বলেন, ইতোমধ্যে তৈমূর আলম খন্দকার ২০ সহস্রাধিক মানুষের মাঝে চাল, ডাল, আলু, তেল, সাবানসহ স্যানিটেশন সামগ্রী বিতরণ করেছেন। ওলামাদল বিগত সময়ও তৈমূর আলমের নেতৃত্বে দেশের বিভিন্ন দুর্যোগে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে।

তৈমূর আলম খন্দকার বলেন, করোনার প্রভাব দেশের সর্বত্রই । এ দুর্যোগ মুহূর্তে জরুরী প্রয়োজন ছাড়া সবাইকে ঘরে থাকার আহ্বান জানান। বিএনপির নেতাকর্মীদের সামর্থ্য অনুযায়ী অসহায় মানুষকে সহযোগিতা করারও আহ্বান জানান এই নেতা।