আজ শুক্রবার, ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

তুরস্ককে ৫০ কোটি ডলারের বিমান উপহার দিয়েছে কাতার

তুরস্ককে ৫০ কোটি ডলারের

তুরস্ককে ৫০ কোটি ডলারের

আন্তর্জাতিকচর্চা:

কাতারের আমির শেখ তামিম আল থানি ৫০ কোটি ডলারের একটি বিলাসবহুল বিমান তুরস্কের প্রেসিডেন্ট রেচেপ তাইয়েপ এরদোয়ানকে  উপহার দিয়েছে। তুরস্ক একটি বিমান কেনার চেষ্টা করছে- একথা শোনার পর কাতারের আমির তুরস্ককে বিমানটি উপহার দেন।

বিবিসি বাংলার এক প্রতিবেদনে বলা হয়েছে, বোয়িং ৭৪৭-৮আই বিমানটির মূল্য ৫০০ মিলিয়ন বা ৫০ কোটি মার্কিন ডলার।

বিমানটি সবচেয়ে বড় এবং ব্যয়বহুল ব্যক্তিগত বিমান। ২০১৫ সালে বিমানটি কাতার ক্রয় করেছিল। কাতারের আমির কিছুদিন বিমানটি ব্যবহারের পর এটি বিক্রির জন্য গত মাসে বিজ্ঞাপন দেওয়া হয়েছিল।

বিমান বিক্রির বিজ্ঞাপন দেওয়ার পর তুরস্কের তরফ থেকে বিমানটি ক্রয়ের জন্য আগ্রহ দেখানো হয়। কাতারের আমির বিষয়টি জানার পর বিমানটি তুরস্ককে উপহার হিসেবে দেবার সিদ্ধান্ত নেন।

বিমানটি দ্বিতল বিশিষ্ট। সাধারণত এ বিমানে ৪০০ যাত্রী ধারণক্ষমতা থাকলেও, কাতারের চাহিদা অনুযায়ী এখানে মাত্র ৭৫টি আসন সংযোজন করা হয়েছিল। কাতারের আমীরের ব্যক্তিগত বিমান হিসেবে এটি প্রায় ৪০০ ঘণ্টা উড়েছে

এ বিমানে ১৪ আসনের একটি ডাইনিং রুম আছে যেটি মিটিং রুম হিসেবে ব্যবহার করা যায়। বেশ কয়েকটি বিলাসবহুল লাউঞ্জ আছে বিমানটিতে। বিমানে ১০টি বাথরুম, একটি স্টোররুম এবং একটি হাসপাতাল রয়েছে।

স্পন্সরেড আর্টিকেলঃ