আজ বুধবার, ১৩ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

তুচ্ছ ঘটনা কে কেন্দ্র করে যুবককে কুপিয়ে জখম

তুচ্ছ ঘটনা কে কেন্দ্র করে  উৎস নামে( ১৭) এক  যুবক কে কুপিয়ে জখম করেছে  ড্রাইভার জামালের তিন ছেলে  নিজাম,নাজীম, দিদার। বুধবার (৬ জানুয়ারি) বেলা সাড়ে ১২টায় ফতুল্লার গাবতলী মাজার রোড এলাকায় এই ঘটনা ঘটে।

উৎস  সাবেক জাতীয় দলের ফুটবলার গোলাম গাউসের ছেলে ।

আহত উৎস জানায়, বাসার ছাদ থেকে একটি কবুতর উড়ে নিচের বাসার উপর পড়ে। আমি তখন নিচে গিয়ে কবুতর চাইলে প্রতিবেশী নাজিম, নিজাম, দিদার, জামাল বলে যে আমার বাবাকে ডাক দিতে। আমি বাবাকে ডাক না দেয়ায় আমাকে এলোপাথারিভাবে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে। ঘটনাস্থল থেকে কোনভাবে পালিয়ে আমি বাসায় গেলে আমাকে আমার বাবা হাসপাতালে নিয়ে আসে।

উৎসের বাবা  গোলাম গাউস বলেন, আমার সাথে তাদের কোন পারিবারিক রেষারেষি ছিল না। উৎসের শরীরে মোট ২৭টি আঘাতের চিহ্ন আছে।

এ ব্যাপারে ফতুল্লা থানার ওসি মনজুর কাদের জানান, অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।