আজ শুক্রবার, ১৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ৩রা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

তারাব পৌর আ.লীগের আলোচনা সভা

বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। শনিবার ( ৭ মার্চ) বিকালে তারাবতে আলোচনা সভা হয়। আলোচনা সভার আয়োজন করে তারাব পৌর আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠন। সভায় প্রধান অতিথি ছিলেন বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক, বিশেষ অতিথি ছিলেন তারাব পৌর মেয়র হাছিনা গাজী। এসময় উপস্থিত ছিলেন তারাব পৌর আওয়ামী লীগের সভাপতি মোফাজ্জল হোসেন ভুইয়া, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মোল্লা, আওয়ামী লীগ নেতা আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব সহ অনেকে।

সভায় বক্তরা বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের তাৎপর্য তুলে ধরেন।

প্রসঙ্গত , ২০১৭ সালে জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতিবিষয়ক সংস্থা ইউনেস্কো বঙ্গবন্ধুর এই ভাষণ বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দিয়েছে। প্রকৃতপক্ষে বঙ্গবন্ধুর এই তেজোদীপ্ত ঘোষণাই ছিল আমাদের স্বাধীনতার ভিত্তি। পশ্চিম পাকিস্তানি শাসকদের শত নিপীড়ন উপেক্ষা করে বীর বাঙালির অস্ত্র ধারণের পূর্বে বঙ্গবন্ধুর পক্ষ থেকে এদিনই স্বাধীনতার ডাক দেওয়া হয়। এরপরই দেশের মুক্তিকামী মানুষ ঘরে ঘরে চূড়ান্ত লড়াইয়ের প্রস্তুতি নিতে শুরু করে। একপর্যায়ে দীর্ঘ ৯ মাস যুদ্ধ করে পাকিস্তানি হানাদার বাহিনীকে পরাজিত করে স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠা করে।