আজ রবিবার, ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

তারাবোতে তাবলীগের দুই গ্রুপের ব্যাপক সংঘর্ষ

সংবাদচর্চা রিপোর্ট:
রূপগঞ্জে তাবলীগ জামাতের দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপসহ রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের ১৫-২০ আহত হয়েছে। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার (২৬ ফেব্রুয়ারী) রাত ৯ টার দিকে তারাবো পৌরসভার বিশ্বরোড এলাকায় এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সাদ গ্রুপের তাবলীগের সদস্যদের সঙ্গে জোবায়ের গ্রুপের তাবলীগের সদস্যদের তাবলীগের বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে বিবাদ চলে আসছে।

বুধবার রাত ৯ টার সাদ গ্রুপের সদস্যরা বিশ্বরোড জামে মসজিদে তাবলীগ জামাত নিয়ে আলোচনা করছিল। এসময় স্থানীয় জোবায়ের গ্রুপের তাবলীগের সদস্যরা এসে সাদ গ্রুপের তাবলীগের সদস্যদের বিশ^রোড জামে মসজিদে তাবলীগের আলোচনা করতে বাধা প্রদান করেন।
এসময় দু’পক্ষের মাঝে তাবলীগের বিষয় নিয়ে বিতর্ক শুরু হয়। বিতর্কের এক পর্যায়ে ধাওয়া পাল্টা ধাওয়ায় রূপ নেয়। এসময় দুই গ্রুপের সদস্যরা উভয়পক্ষকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করেন। দুই গ্রুপের সদস্যরা বিশ^রোড মসজিদে ভাংচুর চালায়। এ ঘটনায় সাদ গ্রুপের মহি উদ্দিন, ওমর ফারুক, শাহীন মিয়া এবং জোবায়ের গ্রুপের আরিফুল ইসলাম, সাজ্জাদ হোসেন, জাকির হোসেন, মোশারফ হোসেন, নূরে আলম, তারেক মিয়া, আল-আমিন, আব্দুল আওয়াল, আহত হয়েছে বলে জানা যায়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
এব্যাপারে রূপগঞ্জ থানার ওসি মাহমুদুল হাসান সংবাদচর্চাকে বলেন, দুই গ্রুপের ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। এতে বেশ কয়েক জন আহত হয়েছে। আমরা কোনো অভিযোগ পাই নাই। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে। আরো পড়ুনঃরূপসীতে যাত্রীবাহী বাসে ফেনসিডিল