নিজস্ব প্রতিবেদক:
রূপগঞ্জের তারাবতে চিহ্নিত দরিদ্র ও অতিদরিদ্রদের মাঝে ফ্রি চিকিৎসার জন্য লাল কার্ড বিতরণ করা হয়েছে। মঙ্গলবার ১৮ জানুয়ারি রূপসী গাজী ভবনে এ কার্ড বিতরণ করেন তারাব পৌরসভার মেয়র হাছিনা গাজী। ‘আরবান প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিসেস ডেলিভারি প্রজেক্ট-দ্বিতীয় পর্যায়’ শীর্ষক প্রকল্পের কর্ম এলাকায় জরিপের মাধ্যমে চিহ্নিত দরিদ্র ও অতি-দরিদ্র ৪০০/ পরিবারের মাঝে এ কার্ড বিতরণ করা হয়।
অনুষ্ঠানে মেয়র হাছিনা গাজী বলেন, ‘জনগণ যেন সুন্দর স্বাভাবিক এবং নির্মল পরিবেশে চিকিৎসাসেবা গ্রহণ করতে পারে, সে লক্ষ্যেই তারাবো পৌরসভার পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজীর (বীরপ্রতীক) অক্লান্ত পরিশ্রমে এখন তারাবো পৌরসভায় পাওয়া যাচ্ছে সর্বাধুনিক প্রযুক্তির উন্নত মানের চিকিৎসাসেবা।’
তিনি বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ক্ষুধা ও দারিদ্রমুক্ত সোনার বাংলা গঠনের স্বপ্ন দেখেছিলেন। শত বাধা-বিপত্তি পার হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর স্বপ্নের সেই সোনার বাংলা গঠন করতে দৃঢ় প্রতিজ্ঞ। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।’
সুন্দরভাবে বেঁচে থাকার জন্য সুচিকিৎসা প্রয়োজন উল্লেখ করে হাছিনা গাজী বলেন, ‘বর্তমান প্রেক্ষাপটে প্রতিটি মানুষের মেডিকেল চেক-আপ জরুরি। কিন্তু নানা ঝামেলার কারণে মানুষকে এসব সেবা নেওয়ার ক্ষেত্রে বিড়ম্বনা পোহাতে হচ্ছে। চিকিৎসা সেবা প্রার্থীদের যেন এসব ঝামেলায় পড়তে না সেজন্য এসব কার্ড বিতরণ করা হচ্ছে।’
এসময় উপস্থিত ছিলেন তারাব পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আক্তার হোসেন ,আওয়ামী লীগ নেতা ফিরোজ ভুঁইয়া, আরবান প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিসের ডেলিভারি প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক জহিরুল আলম সিকদার, নগর স্বাস্থ্য কেন্দ্রের মেডিকেল অফিসার ডাক্তার সানজিদা আফরিন শ্রাবণীসহ অনেকে।