আজ শনিবার, ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

তল্লায় মাটির চুলায় রান্না

বিশেষ প্রতিবেদকঃ

তল্লায় মসজিদে বিস্ফোরণ ঘটনার পরপরই বন্ধ করে দেয়া হয় ঘটনাস্থল পশ্চিম তল্লা এলাকার গ্যাসলাইন। ফলে বাড়িঘরে রান্না নিয়ে বিড়ম্বনায় পরতে হয় এলাকার সাধারণ মানুষকে।

টানা চারদিন ধরে মাটির চুলাতেই রান্না করছে ঘটনাস্থলের আশপাশের মানুষ। কেউ কেউ রেস্টুরেন্ট থেকে কিনে খাওয়া দাওয়া সারছে। এতে করে ব্যয় বেড়েছে তাদের।

এলাকাবাসী জানায়, ঘটনার পর থেকে এখনও পর্যন্ত গ্যাসের সংযোগ দেওয়া হয়নি। তার কারণে মানুষের ব্যপক দূর্ভোগ পোহাতে হচ্ছে। মাটির চুলা সংগ্রহ করেই শেষ নয় তারপর জোগাড় করতে হয় লারকি-খড়কুটো।

যদিও লিকেজ বের করার কাজ চলছে তাই এখনও গ্যাস সংযোগ বন্ধ রাখতে হবে। তারপরেও মানুষের কষ্টের কথা ভেবে অন্য কোন একটা উপায় বের করে দেয়ার জন্য তিতাস কর্তৃপক্ষের প্রতি আহবান জানান তারা।

স্পন্সরেড আর্টিকেলঃ