আজ শুক্রবার, ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

ঢাবিতে প্রবেশে নিষেধাজ্ঞা

ঢাবিতে প্রবেশে নিষেধাজ্ঞা

ঢাবিতে প্রবেশে নিষেধাজ্ঞা

নবকুমার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশের উপর নিষেধাজ্ঞা আরো করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কোন বহিরাগত লোক প্রবেশ করতে পারবে না।সাম্প্রতিক কোটা আন্দোলনকে কেন্দ্র করে সার্বিক অবস্থা পর্যালোচনা করে বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

সোমবার ৯ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ সিদ্ধান্তের কথা জানায়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গত বৃহস্পতিবারের  সভায় ক্যাম্পাস ও আবাসিক হলে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ও উগ্র ভাবাদর্শ প্রচারে কেউ জড়িত আছে কিনা, সে বিষয়ে আইন প্রয়োগকারী সংস্থার সহায়তায় যথাযথ ব্যবস্থা নিতে প্রক্টর ও হল প্রশাসনকে নির্দেশ দেয়া হয়। একই সঙ্গে জঙ্গি সংগঠনের সদস্যদের প্রবেশ ও অবস্থানের ব্যাপারে হল প্রশাসনকে সর্বোচ্চ সতর্ক থাকতে বলা হয়।

এছাড়া কোটা আন্দোলনে অনাকাঙ্ক্ষিত ঘটনা তদন্ত করে প্রতিবেদন জমার জন্য বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ সামাদকে আহ্বায়ক করে ৭ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।

স্পন্সরেড আর্টিকেলঃ