আজ মঙ্গলবার, ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

ঢাকা-১৬ আ.লীগের মনোনয়ন চান দুদকের পিপি

ঢাকা-১৬ আ.লীগের মনোনয়ন চান দুদকের পিপি

ঢাকা-১৬ আ.লীগের মনোনয়ন চান দুদকের পিপিনিজস্ব প্রতিবেদক:
ঢাকা-১৬ আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হতে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন দুদকের কৌঁসুলি (পিপি) মোশাররফ হোসেন কাজল।
এ তথ্য নিশ্চিত করে মোশাররফ হোসেন সোমবার রাতে তিনি বলেন, আমি মিরপুর থানা যুবলীগের সাধারণ সম্পাদক ছিলাম। মিরপুর থানা ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সদস্য ছিলাম। ঢাকা-১৬ আসন থেকে সংসদ নির্বাচন করার জন্য আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছিলাম। মনোনয়ন ফরম জমা দিয়েছি।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা জিয়া অরফানেজ ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় দুদকের পক্ষে মামলা পরিচালনা করেন কৌঁসুলি মোশাররফ হোসেন। এ দুটি মামলায় খালেদা জিয়ার সাজা হয়েছে।

এ ছাড়া ২১ আগস্ট গ্রেনেড বোমা হামলা মামলা, পিলখানায় বিডিআর বিদ্রোহ মামলা, বঙ্গবন্ধু হত্যা মামলা এবং জেল হত্যা মামলায় রাষ্ট্রপক্ষের সরকারি কৌঁসুলির দায়িত্ব পালন করেছেন মোশাররফ হোসেন কাজল।
তিনি বলেন,আমি রাজনৈতিকভাবে আওয়ামী লীগ পরিবারের সদস্য। আমাকে মনোনয়ন দিলে আমি নেত্রীকে আসনটি উপহার দিব।

দলীয় মনোনয়ন পেলে সর্বোচ্চ আইন কর্মকর্তার পদ থেকে পদত্যাগ করবেন তিনি।

স্পন্সরেড আর্টিকেলঃ