আজ বৃহস্পতিবার, ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

ঢাকায় আসছেন ম্যারাডোনা

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে দেশের ক্রীড়াঙ্গনে থাকছে ব্যাপক আয়োজন। বাংলাদেশ ফুটবল ফেডারেশনও (বাফুফে) এক্ষেত্রে পিছিয়ে থাকছে না। বাফুফের পক্ষ থেকে এরইমধ্যে কিংবদন্তি আর্জেন্টাইন ফুটবল তারকা দিয়েগো ম্যারাডোনাকে আনার বিষয়টি চূড়ান্ত করা হয়েছে।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বাফুফে সভাপতি কাজী মোহাম্মদ সালাউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তবে কবে নাগাদ বিশ্বকাপজয়ী ম্যারাডোনা ঢাকায় পা রাখবেন তা নিশ্চিত করেননি তিনি। তাছাড়া তিনি বাংলাদেশে এসে কোন কোন কর্মসূচীতে অংশ নেবেন সেটাও জানানো হয়নি।

ম্যারাডোনার ঢাকা সফরের ব্যাপারে বাফুফে সভাপতি জানিয়েছেন, ‘এ সফরে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা জানাবেন ম্যারাডোনা।’

এর আগেও ম্যারাডোনাকে আনার চেষ্টা করেছিল বাফুফে। তবে সেবার কলকাতা সফর করলেও বাংলাদেশে আসেননি ১৯৮৬ বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনা দলের অধিনায়ক। তবে ২০১১ সালে তার স্বদেশী ফুটবল তারকা এবং বর্তমান অধিনায়ক লিওনেল মেসির নেতৃত্বে নাইজেরিয়ার বিপক্ষে বঙ্গবন্ধু স্টেডিয়ামে এক প্রীতি ম্যাচ খেলেছিল আর্জেন্টিনা।

স্পন্সরেড আর্টিকেলঃ