আজ শুক্রবার, ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

ড. কামাল হোসেনের নেতৃত্বে স্মৃতিসৌধে অধ্যাপক আবু সাইয়িদের শ্রদ্ধা

সংবাদচর্চা রিপোর্ট:

জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনের নেতৃত্বে ১৯৭১ সালে বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধে নিহত সকল শহীদদের শ্রদ্ধা জানিয়েছেন সাবেক তথ্য প্রতিমন্ত্রী অধ্যাপক ড. আবু সাইয়িদ।

মঙ্গলবার  (২৬শে মার্চ) সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে স্বাধীনতা যুদ্ধে নিহত সকল শহীদদের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করেন তিনি। এসময় কিছুক্ষণ নিরবে দাঁড়িয়ে থাকেন অধ্যাপক আবু সাইয়িদ ।

শ্রদ্ধা নিবেদন শেষ সাংবাদিকদের ড.কামাল হোসেন বলেন,জনগণ সব ক্ষমতার মালিক। এ মালিকানা থেকে যদি কেউ তাদের বঞ্চিত করে, তবে তারা সংবিধানবিরোধী ও স্বাধীনতাবিরোধী কাজ করছে। কেউ যেন অধিকার থেকে বঞ্চিত না হয় সেজন্য আমাদের ঐক্যবদ্ধভাবে লড়াই করতে হবে।

বঙ্গবন্ধুকে স্মরণ করে তিনি বলেন, তিনি সবসময় বলতেন, ঐক্য ধরে রাখতে হবে। তার অসাধারণ নেতৃত্বেই জাতি একতা ধরে রাখতে পেরেছিল।

ঐক্যফ্রন্টের এই শীর্ষনেতা বলেন, জনগণের ঐক্যকে সব শক্তির ভিত। সে শক্তি থেকে যারা আমাদের বঞ্চিত করতে চায়, তারা জনগণের মধ্যে বিভেদ সৃষ্টি করতে চায়।

স্পন্সরেড আর্টিকেলঃ