আজ রবিবার, ১২ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

ডিকেএমসি হাসপাতালে স্বাস্থ্য বিষয়ক সেমিনার


নিজস্ব প্রতিবেদক: রূপগঞ্জে গত ২১ মার্চ রবিবার রূপগঞ্জ, আড়াইহাজার ও সোনারগাঁও পল্লী চিকিৎসকদের উদ্যোগে ডিকেএমসি হাসপাতালে পল্লী চিকিৎসকদের সম্মানে করোনা’র বর্তমান পরিস্থিতিতে করণীয় নিয়ে স্বাস্থ্য বিষয়ক শিক্ষামূলক সভা অনুষ্ঠিত হয়। আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ডিকেএমসি হাসপাতালের সিইও মিসেস ছালমা পারভিন।
সভায় বক্তব্য রাখেন হাসপাতালের উপদেষ্টা অধ্যাপক ডাঃ এম. এ কাসেম, নির্বাহী পরিচালক মোঃ নজরুল ইসলাম, অর্থ পরিচালক মোঃ সামছুল আলম, ম্যানেজার মোঃ খায়রুল হাসান, মার্কেটিং ম্যানেজার মোঃ কবির হোসেন, মার্কেটিং অফিসার মোঃ রমজান হোসেন, মোঃ জাকির হোসেন ও এ্যাকাউন্ট অফিসার মোঃ সোহেল মিয়া প্রমুখ।
সভায় বক্তারা বলেন, দিন দিন করোনা আমাদের দেশে ভয়ংকর রূপ নিচ্ছে তাই সকলকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকার এবং ডাক্তারদের পরামর্শ অনুযায়ি চলার আহবান জানানো হয়।
পরে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।