আজ রবিবার, ২১শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

ডিএসসিসি ৮টি ওয়ার্ডের দায়িত্বে শহর যুবলীগ

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনের আওয়ামীলীগের মেয়র প্রার্থী শেখ ফজলে নূর তাপসের পক্ষে ৮টি ওয়ার্ডে নারায়ণগঞ্জ শহর যুবলীগের কাজ করার নিদের্শ দিয়েছে কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ। এর পাশাপাশি নৌকা প্রতীকে ভোট দেয়ার আহবান জানিয়ে ভোটারদের ঘরে ঘরে যাবার নিদের্শ দেয়া হয়। ৮টি ওয়ার্ড হলো, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৪৭, ৫১, ৫২, ৫৩, ৫৪, ৫৮, ৫৯ ও ৬০নং ওয়ার্ড।
৮ জানুয়ারী বুধবার দুপুর ঢাকায় কৃষিবিদ ইনষ্টিটিউটের ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনের আওয়ামীলীগের মেয়র প্রার্থী শেখ ফজলে নূর তাপসের পক্ষে কেন্দ্রীয় যুবলীগের প্রস্তুতিমূলক সভায় এমন নিদের্শনা দেয়ার সত্যতা স্বীকার করেন শহর যুবলীগের সভাপতি শাহাদাত হোসেন ভূইয়া সাজনু।
তিনি আরো জানান, প্রস্তুতিমূলক সভায় কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল সহ কেন্দ্রীয় সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন। এ সময় কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদককে ফুলেল শুভেচ্ছা জানায় শহর যুবলীগের সভাপতি শাহাদাত হোসেন ভুইয়া সাজনু, ১১নং ওয়ার্ড যুবলীগের সভাপতি চঞ্চল মাহমুদ, সাধারণ সম্পাদক ইউসুফ মেম্বার, ১২ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি সেলিম খান, ১৩ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি শাহজালাল, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, ১৬ নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক হাজী কাইয়ূম, ১৭ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি আসাদউল্লাহ, ১৮ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি আব্দুর রহমান ও সাধারণ সম্পাদক মজিবুর রহমান, শহর যুুবলীগের সহ-সভাপতি শাহিন আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক আমজাদ হোসেন জুয়েল, ইকবাল রিপন, রফিকুল ইসলাম নান্নু, সিদ্ধিরগঞ্জ যুবলীগের যুগ্ম সম্পাদক জামান ও নূর ইসলাম ও সদর থানা যুবলীগের সাধারণ সম্পাদক খোকন প্রমুখ।