আজ শুক্রবার, ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

(ডিএনসিসি) মেয়র পদে আওয়ামীলীগের প্রার্থী আতিকুল ইসলাম

sangbadchorcha

সংবাদচর্চা ডেস্ক : ফেব্রুয়ারীতে  ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র পদে নির্বাচন ।এরই মধ্যে বড় দুই দলের প্রার্থী বাছাই নিয়ে চলছে জল্পনা কল্পনা । এরই মধ্যে  ব্যবসায়ী-রাজনীতিক প্রার্থীর দিকেই ঝুঁকছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। ব্যবসায়ী মহলে সমাদৃত-সুপরিচিত, ভালো ভাবমূর্তি রয়েছে; একইসঙ্গে রাজনৈতিক পরিচয়ও রয়েছে– এমন প্রার্থীকেই এবারও বেছে নিতে চায় ক্ষমতাসীনরা। শুধু রাজনৈতিক পরিচয়ধারী কাউকে মনোনয়ন দেওয়া হলে ঢাকা উত্তর সিটির জনগণ তাকে ভালোভাবে গ্রহণ নাও করতে পারে– এমন ধারণা করছে দলটি। তাই ব্যবসায়ী-রাজনীতিক প্রার্থীর দিকেই বেশি আগ্রহ আওয়ামী লীগের। দলের নীতিনির্ধারণী সূত্রগুলো এমনই আভাস দিয়েছে।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) উপ-নির্বাচনে তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ’র সাবেক সভাপতি আতিকুল ইসলামকে আওয়ামী লীগের প্রার্থী করার ব্যাপারে সবুজ সংকেত দেওয়া হয়েছে। আতিকুল ইসলামও ইতোমধ্যে ডিএনসিসি উপ-নির্বাচনে প্রার্থী হওয়ার বিষয়ে প্রস্তুতি নিয়েছেন।

এ ব্যাপারে আতিকুল ইসলাম জানান – বিভিন্ন সূত্র থেকে আমি আপনার মতোই শুনেছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র পদে আমাকে বিবেচনা করায় সম্মানিত বোধ করছি।

নির্বাচনে আমি আমার কাজ চালিয়ে যাওয়ার জন্য ইতোমধ্যে প্রস্তুতি নিয়েছি। আশা করছি, সবাইকে আমি পাশে পাবো। আমি যদি নমিনেশন পাই তাহলে অবশ্যই আনিস ভাইয়ের (প্রয়াত মেয়র আনিসুল হক) অসমাপ্ত যে সব কাজ আছে, সেগুলো সমাপ্ত করাটাই হবে আমার ফার্স্ট প্রায়োরিটি।

সূত্রগুলো বলছে, ঢাকা উত্তরের মেয়র পদপ্রার্থী হিসেবে ব্যবসায়ী কাউকে মনোনয়ন দিতে ক্ষমতাসীন দলের শীর্ষপর্যায় অনেকাংশেই সিদ্ধান্তে উপনীত হয়েছে। গত শনিবার সন্ধ্যায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সভায় দলের সভাপতি শেখ হাসিনাও সুপরিচিত কোনও ব্যবসায়ীকে মনোনয়ন দেওয়ার ইঙ্গিত দিয়েছেন। তিনি সভাপতিমণ্ডলীর সদস্যদের কাছে আতিকুল ইসলামের বিভিন্ন বিষয়ে জানতে চেয়েছেন।

এ প্রসঙ্গে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ড. আবদুর রাজ্জাক বলেন, সুপরিচিত, ভালো ইমেজসম্পন্ন প্রার্থী খুঁজছে আওয়ামী লীগ। তিনি বলেন, প্রার্থী হিসেবে অনেকের নাম উঠে আসছে। তবে কাকে আওয়ামী লীগ মনোনয়ন দেবে, সেই সিদ্ধান্ত নেওয়া হয়নি।

প্রসঙ্গত   প্রধানমন্ত্রী শেখ হাসিনা আতিকুল ইসলামকে নিয়ে এগোনো যায় কিনা নেতাদের কাছে জানতে চান। আর এটাকেই সবুজ সংকেত মনে করা হচ্ছে।

অবশ্য এর আগে গত সপ্তাহে আতিকুল ইসলাম প্রধানমন্ত্রীর সঙ্গে দেখাও করেছেন। এছাড়া রাজধানীর বিভিন্ন জায়গায় আতিকুল ইসলামকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র দেখতে চাই বক্তব্য সংবলিত পোস্টারও শোভা পাচ্ছে।

 

স্পন্সরেড আর্টিকেলঃ