আজ শনিবার, ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

ডলফিন ধরা পড়ছে

ডলফিন ধরা পড়ছে

ডলফিন ধরা পড়ছে

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাট জেলার সদর উপজেলায় ধরলা নদীতে জেলেদের জালে ধরা পড়েছে প্রায় ৪ মণ ওজনের ডলফিন।
বৃহস্পতিবার(২১জুন) বিকেলে উপজেলার মোগলহাট ইউনিয়নের ভারতীয় সীমান্ত গ্রুপ মন্ডল এলাকায় ধরলা নদীতে মাছটি ধরা পড়ে। ডলফিনের খবর পেয়ে তা দেখতে জেলার বিভিন্ন স্থান থেকে ছুটে আসে সর্বস্তরের মানুষ ।

লালমনিরহাট জজ আদালতের আইনজীবি অ্যাডভোকেট সাব্বির বিথী ফয়সাল জানান, বৃহস্পতিবার বিকেলে সদর উপজেলার গ্রুপ মন্ডল এলাকার ধরলা নদীতে মাছ ধরতে যান জেলেরা। নদীতে জাল ফেলতে ফেলতে হঠাৎ জেলেদের জালে বিশাল আকারের এ ডলফিনটি ধরা পড়ে। পরে ডলফিনটি বিক্রির উদ্দেশ্যে কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি উপজেলার বালার হাটে বিক্রির জন্য নিয়ে যাওয়া হয় বলেও জানান তিনি।

এদিকে স্থানীয় লোকজন ডলফিনটি কিনতে চাইলেও জেলেদের নিজস্ব ক্রেতা রয়েছে বলে স্থানীয়দের দেননি তারা। এমনকি ডলফিনটি ভারতে পাচার হতে পারে বলে জানা গেছে।

স্পন্সরেড আর্টিকেলঃ