আজ শুক্রবার, ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

ট্রেনে শিবের তিন জ্যোতির্লিঙ্গ

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রোববার কাশী-মহাকাল এক্সপ্রেস উদ্বোধান করেছেন। ওই ট্রেনের একটি আসন শিবের জন্য সংরক্ষিত রাখা হয়।

দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয়কে ট্যাগ করে সংবিধানের প্রস্তাবনাসহ সেই বার্থের একটি ছবি সামাজিকমাধ্যমে পোস্ট করেছেন সর্বভারতীয় মজলিস-ই-উত্তেহাদুল মুসলেমিনের নেতা আসাদুদ্দিন ওয়াইসি। কিন্তু এতে তিনি কোনো ক্যাপশন কিংবা বক্তব্য দেননি।-খবর এনডিটিভির

খবরে বলা হয়েছে, কাশী-মহাকাল এক্সপ্রেসের বি৫ কোচের ৬৪ নম্বর আসনটি সংরক্ষিত রাখা হয় শিবের জন্য। সেটি কামরার আপার বার্থ।

সেখানে প্রায় একটি মন্দির স্থাপিত হয়। ফুল দিয়ে সজ্জিত সেই বার্থকে ঘিরে ভক্তদের পূজার্চনা করতে দেখা গেছে। প্রসঙ্গত ট্রেনটি শিবের তিনটি জ্যোতির্লিঙ্গকে সংযুক্ত করেছে।

ছবিতে দেখা যাচ্ছে, আপার বার্থটিকে একটি মন্দিরে পরিণত করে তাকে ঘিরে পূজা করা শুরু হয়েছে।

রেলের মুখপাত্র দীপক কুমার জানিয়েছেন, ওই আসনটি দেবতার জন্য খালি রাখা হবে।

জানা যাচ্ছে, ওই বার্থটি দেবতার জন্য সংরক্ষিত করে রাখা হবে বলে ভারতীয় রেলের মুখপাত্র দীপক কুমার জানান।

এ ঘটনায় নিজের প্রতিক্রিয়া জানাতে সোমবার এই ছবি পোস্ট করেন হায়দরাবাদ থেকে নির্বাচিত লোকসভা সদস্য ওয়াইসি। বৃহস্পতিবার থেকে শুরু হবে যাত্রীসেবা।

রেলওয়ে বলছে, কাশী-মহাখাল এক্সপ্রেসে এই পূজা কেবল একবারের জন্য। কিন্তু বাণিজ্যিকভাবে পরিচালিত ট্রেনে এমন উদ্দেশ্যে কোনো বার্থ সংরক্ষিত রাখা হবে না।

স্পন্সরেড আর্টিকেলঃ