আজ বৃহস্পতিবার, ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

ট্রেনের সাথে নোয়াগাড়ীর সংর্ঘষ

সংবাদচর্চা রিপোর্ট:
শহরের বালুর মাঠ রেল ক্রোসিং এর উপর আটকে থাকা একটি নোয়া গাড়ীর সাথে ট্রেনের গুরুতর সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় ট্রেনের সাথে ধাক্কা লেগে গাড়ীটি দুমরে-মুচরে যায়। তবে এ ঘটনায় কোন হতাহত হয়নি বলে জানা যায়।

গতকাল রবিবার চাষাঢ়া বালুর মাঠ এলাকায় অবস্থিত রেললাইনে ঢাকা থেকে আসা লোকাল ট্রেনের সাথে দূরঘটনাটি ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রবিবার সকালে ১১.১৫ টার সময় চাষাঢ়া রেলস্টেশন অতিক্রম করে নারায়ণগঞ্জ প্রবেশ করছিলো নারায়ণগঞ্জগামী একটি ট্রেন। ওই সময় রেললাইনের দুই পাশে যানজট থাকায় একটি নোয়াগাড়ী (ঢাকা মেট্রো:চ ৫১-৪০৬৯) গাড়ি রেললাইনের ওপরে আটকে যায়। গাড়ীর চালক গাড়ীটিকে না সরাতে পেরে সাথে সাথে গাড়ী থেকে নেমে যায় এবং গাড়ীর মধ্যে বেশ কয়েকজন যাত্রী ছিলো তারাও নেমে যায়। ট্রেনের আগমন দেখে গেটম্যান লাল পতাকা হাতে সিগন্যাল দিলে ট্রেনের গতি কমিয়ে দেয়। ট্রেনের গতি কমার কারনে বড় ধরণের ক্ষয়ক্ষতি হাত থেকে বেঁচে যায় চালক সহ যাত্রীরা।

ঘটনাস্থলে থাকা গেটম্যান শহিদ (৫০) জানান, রাস্তায় যানজট থাকার কারণে নোয়াগাড়ীটি রেললাইনের ওপরেই আটকে যায়। পরে আমি দ্রুত লাল পতাকা দেখালে ট্রেন গতি কমিয়ে দিলে চালককে ঘটনাস্থল থেকে সরিয়ে নিরাপদে নিয়ে আসি।

স্পন্সরেড আর্টিকেলঃ