সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
বাংলাদেশ ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন (রেজি: নং-বি-১৭৫৩) গোদনাইল পদ্মা ডিপো ইউনিট কমিটির নবনির্বাচিত কর্মকর্তাদের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকালে গোদনাইল বার্মাষ্ট্যান্ড এলাকাস্থ পদ্মা ডিপো ট্যাংকলরী টার্মিনালে দু’বছরের জন্য (২০১৮-২০১৯) গঠিত এ কমিটির পরিচিতি সভাটি অনুষ্ঠিত হয়।
ইউনিট কমিটির নবনির্বাচিত সভাপতি মো: জাহিদ হোসেনর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো: ফারুক হোসেনের পরিচালনায় উক্ত পরিচিতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সভাপতি হাজী আব্দুল মতিন মুন্সি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা, নাসিক ৬নং ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র-২ আলহাজ্ব মতিউর রহমান মতি ও সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস সাত্তার মিয়া প্রমূখ।
এসময় বক্তব্য রাখেন-পেট্রোল পাম্প ট্যাংকলরী ওনার্স ইউনিট কমিটি গোদনাইল পদ্মা শাখার সভাপতি আলহাজ্ব আতিকুর রহমান নান্নু মুন্সি, সাধারণ সম্পাদক আলহাজ্ব মো: ফজলুল হক, বাংলাদেশ ট্যাংকলরী ওনার্স এসোসিয়েশন গোদনাইল পদ্মা শাখার সভাপতি আনোয়ার হোসেন মেহেদী, সাধারণ সম্পাদক হাজী মাসুম পারভেজ, বাংলাদেশ ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন ফতুল্লা মেঘনা ইউনিট কমিটির সাধারণ সম্পাদক হাজী মো: শাহিন, বাংলাদেশ ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন ফতুল্লা যমুনা ইউনিট কমিটির সাধারণ সম্পাদক মো: নূরুল আমিন, বাংলাদেশ ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন গোদনাইল মেঘনা ইউনিট কমিটির সভাপতি মো: আশরাফ উদ্দিন ও সাধারণ সম্পাদক আ: আজিজসহ প্রমূখ।