নিজস্ব প্রতিবেদক
সাহসী বক্তব্যের জন্য বরাবরই নাম রয়েছে শামীম ওসমানের। সেই ‘এক কাপ চা খাওয়ার সময় দিবো না’ থেকে শুরু করে এসপি হারুনের আমলে ‘ খেলতে আইসেন না আমরা বড় খেলোয়ার’ বক্তব্য দিয়ে বেশ আলোচিত এ রাজনীতিক। করোনার শুরুতেও একটু সাহস দেখিয়ে দিয়েছিলেন এ জনপ্রতিনিধি। বলেছিলেন, ‘ করোনা ফরোনা ভয় পাই না’। ব্যাস এ পর্যন্ত। এরপর দু’ একদিন নারায়ণগঞ্জে এলেও পুরোটা সময় তিনি ঢাকার বাসায়ই কাটাচ্ছেন। অপরদিকে তার বড় ভাই এমপি সেলিম ওসমান বিভিন্ন স্থানে উপস্থিত হয়ে নানা কার্যক্রম করে যাচ্ছেন। সম্প্রতি শহরের খানপুরে অবস্থিত ৩শ’ শয্যা হাসপাতালে পিসিআর ল্যাব অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তিনি।
জানা গেছে, সাংসদ সেলিম ওসমান করোনায় আক্রান্ত ও পরীক্ষা করতে আসা রোগীদের চিকিৎসক ও নার্সেদের জন্য আবাসন ব্যবস্থা করেন। বর্তমান পরিস্থিতেঝুঁকি নিয়ে তিনি নিজে উপস্থিত হন বার একাডেমী স্কুলে। তার অর্থয়ানে পুরুষ ও মহিলা নার্সদের জন্য ভ্রাম্যমান ভাবে নির্মিত আবাসন ব্যবস্থার পরির্দশন করেন। করোনাভাইরাস মোকাবেলায় এই সাংসদ নারায়ণগঞ্জ ৩ শ’ শয্যা হাসপাতালের পিসিআর ল্যাব উদ্ধোধন করেছেন। এছাড়া আরও বিভিন্ন স্থানে করোনা ঝুঁকি নিয়ে উপস্থিত হয়েছেন এই সাংসদ। করোনা মোকাবেলায় ২ কোটি ২৮ লক্ষ টাকার ফান্ড ঘোষণা করেছেন এমপি সেলিম ওসমান।
এদিকে নারায়ণগঞ্জ ৪ আসনের সাংসদ শামীম ওসমান করোনা পরিস্থিতি সহযোগিতা সরূপ জেলা প্রশাসনকে ৯৯ লক্ষ ৯৯ হাজার টাকা দিয়েছেন। তিনি নারায়ণগঞ্জ রাইফেল ক্লাবে এক সাংবাদিক সম্মেলন করেন। এর পর তিনি ঘরে বসে সামাজিক যোগাযোগ মাধ্যমে সচেতনতা মূলক এক ভিডিও বার্তাও প্রকাশ করেছেন। তবে কোথাও উপস্থিত হতে দেখা যায়নি এমপি শামীম ওসমানকে।
করোনা পরিস্থিতি নিয়ে নারায়ণগঞ্জের সচেতচন নাগরিকরা বলছেন, এমপি সেলিম ওসমান নানা দিক নির্দেশনার মাধ্যমে মানুষ কে সতেচন করছেন। তিনি হাসপাতালসহ বিভিন্ন জায়গায় করোনা ঝুঁকি নিয়ে উপস্থিত হচ্ছেন। তদারকি করছেন চিকিৎসা ব্যবস্থাসহ ত্রাণ কার্যক্রম। কিন্তু প্রভাবশালী এমপি শামীম ওসমান কে কোথাও আসতে দেখা যায়নি। তিনি ঘরে নানা দিক নির্দেশনা দিচ্ছেন প্রশাসনসহ নেতাকর্মীদের। নাগরিকরা বলছেন, এমপি শামীম ওসমান ঘরে বসে না থেকে সামাজিক দুরত্ব বজায়ের মাধ্যমে এমপি সেলিম ওসমানের মতো এগিয়ে আসা প্রয়োজন ছিলো। তাহলে চিকিৎসা ব্যবস্থাসহ বিভিন্ন বিষয়ে আরও সহজ হয়ে যেতে। এতে করে মানুষ উপক্রিত হতে পারতো।